২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ে থানাগুলিকে সতর্ক করছে লালবাজার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 97

পুবের কলম প্রতিবেদক: ডেঙ্গু নিয়ে ওয়ার্ডকে সতর্ক করেছে কলকাতা পুরনিগম। কোথাও যাতে মশার লার্ভা না তৈরি হয়, সেদিকে নজর দিতে বলা হয়েছে। এবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের তরফেও থানা চত্বর পরিষ্কার রাখার পাশাপাশি ভগ্নপ্রায় গাড়িগুলিতে ডাম্পিং স্টেশনে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের শীর্ষ কর্তারা মনে করছেন, ভগ্নপ্রায় গাড়িতে জল জমে ডেঙ্গুর লার্ভা জমাতে পারে।

শহরে সেভাবে ডেঙ্গুর প্রকোপ নেই। দু’একটা বিক্ষিপ্ত ঘটনা থাকলেও কলকাতা পুরনিগম কড়া হাতে পরিস্থিতির দিকে নজর রাখছে। লালবাজারও সতর্ক হচ্ছে। তাই থানাগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ইতিমধ্যেই বেশ কিছু থানা ডেঙ্গু নিয়ে প্রচার শুরু করেছে। পাশাপাশি পুলিশ ব্যারাকও পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছে লালবাজার।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর লালবাজারের তরফে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়। তবে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি। তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গু নিয়ে থানাগুলিকে সতর্ক করছে লালবাজার

আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: ডেঙ্গু নিয়ে ওয়ার্ডকে সতর্ক করেছে কলকাতা পুরনিগম। কোথাও যাতে মশার লার্ভা না তৈরি হয়, সেদিকে নজর দিতে বলা হয়েছে। এবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের তরফেও থানা চত্বর পরিষ্কার রাখার পাশাপাশি ভগ্নপ্রায় গাড়িগুলিতে ডাম্পিং স্টেশনে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের শীর্ষ কর্তারা মনে করছেন, ভগ্নপ্রায় গাড়িতে জল জমে ডেঙ্গুর লার্ভা জমাতে পারে।

শহরে সেভাবে ডেঙ্গুর প্রকোপ নেই। দু’একটা বিক্ষিপ্ত ঘটনা থাকলেও কলকাতা পুরনিগম কড়া হাতে পরিস্থিতির দিকে নজর রাখছে। লালবাজারও সতর্ক হচ্ছে। তাই থানাগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ইতিমধ্যেই বেশ কিছু থানা ডেঙ্গু নিয়ে প্রচার শুরু করেছে। পাশাপাশি পুলিশ ব্যারাকও পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছে লালবাজার।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর লালবাজারের তরফে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়। তবে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি। তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার