০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আলীম পরীক্ষায় অষ্টম স্থান অধিকার আমাতুল্লাহ তাসনিমের, ইচ্ছা অধ্যাপিকা হওয়ার

ইমামা খাতুন
  • আপডেট : ২১ মে ২০২৩, রবিবার
  • / 62

পুবের কলম,ওয়েবডেস্ক : হাই মাদ্রাসার আলীম পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছেন মোসাম্মৎ আমাতুল্লাহ তাসনিম। প্রাপ্ত নাম্বার ৮১৬। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার যুগদিয়া এলাকায়। সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসার  ছাত্রী। এদিন কৃতি ছাত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া মানপত্র তুলে দিলেন মগরাহাট ২ নম্বর ব্লক প্রশাসন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুদ্দিন মল্লিকের কন্যা ৮১৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছেন। এই ফলাফলে উচ্ছ্বাসিত পরিবার। মগরাহাট দু নম্বর ব্লকের বিডিও শেখ  আব্দুল্লাহ মহাশয়ের প্রতিনিধি হিসেবে ডেপুটি সেক্রেটারি ওই কৃতি ছাত্রীর বাড়িতে গিয়ে মানপত্র ও শুভেচ্ছা তুলে দিলেন। ভবিষ্যতে তিনি ‘গবেষণা করতে বা অধ্যাপক’ হতে চান।

এদিন আমাতুল্লাহ তাসনিম বলেন, আরও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল আমার। এখন সেটি হয়নি। তবে উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার চেষ্টা করব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলীম পরীক্ষায় অষ্টম স্থান অধিকার আমাতুল্লাহ তাসনিমের, ইচ্ছা অধ্যাপিকা হওয়ার

আপডেট : ২১ মে ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক : হাই মাদ্রাসার আলীম পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছেন মোসাম্মৎ আমাতুল্লাহ তাসনিম। প্রাপ্ত নাম্বার ৮১৬। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার যুগদিয়া এলাকায়। সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসার  ছাত্রী। এদিন কৃতি ছাত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া মানপত্র তুলে দিলেন মগরাহাট ২ নম্বর ব্লক প্রশাসন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুদ্দিন মল্লিকের কন্যা ৮১৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছেন। এই ফলাফলে উচ্ছ্বাসিত পরিবার। মগরাহাট দু নম্বর ব্লকের বিডিও শেখ  আব্দুল্লাহ মহাশয়ের প্রতিনিধি হিসেবে ডেপুটি সেক্রেটারি ওই কৃতি ছাত্রীর বাড়িতে গিয়ে মানপত্র ও শুভেচ্ছা তুলে দিলেন। ভবিষ্যতে তিনি ‘গবেষণা করতে বা অধ্যাপক’ হতে চান।

এদিন আমাতুল্লাহ তাসনিম বলেন, আরও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল আমার। এখন সেটি হয়নি। তবে উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার চেষ্টা করব।