০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একবার হলেও ব্যবহার করুন এই পদ্ধতি । চুল নিয়ে আর ভাবতে হবে না ।

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 27

ছবি প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্ক :  চুলের ডগা ফেটে যাওয়া থেকে শুরু করে মাত্রাতিরিক্ত হারে চুল পড়া— চুলের নানান সমস্যা নিয়ে নাজেহাল হয়ে পড়েন অনেকেই। সমস্যার সমাধানে বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছেন। কিন্ত কিছুতেই কিছু হচ্ছে না । বিফলে যাচ্ছে আপনার সমস্ত কৌশল। তবে চিন্তা করবেন না চুলের সমস্যার সমাধানের ঘরোয়া উপায় রয়েছে, একবার হলেও ব্যবহার করুন! ত্বক হোক কিংবা চুল, একটাই ঘরোয়া সমাধান মুলতানি মাটি । ত্বকের যত্ন নিতে মুলতানি মাটির অবদান অনস্বীকার্য । তেমনই চুল ভাল রাখতেও ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।

 

চুল বৃদ্ধি হওয়া নিয়ে চিন্তিত আছেন । অনেক পদ্ধতি অবলম্বন করেও চুল মোটেও বাড়ছেনা । তার জন্য একদম ভাববেন না। তাঁদের জন্য মুলতানি বেশ উপকারী হতে পারে। অ্যালোভেরা জেল, লেবুর রস,ও মুলতানি মাটি মিশিয়ে মিশ্রণ তৈরি করে দু থেকে তিন দিন চুলে লাগাতে পারেন । এতে চুল মজবুত আর দ্রুত বড় হবে।

 

আপনি কি জানেন অতিরিক্ত খুশকি আপনার চুলের বৃদ্ধি এবং সৌন্দর্য ছিনিয়ে নেই । আপনি হাজারও চেষ্টা করে চুলের খুশকি ভালো করতে পারছেন না । সেই ক্ষেত্রে একবার মুলতানি মাটি ব্যবহার করতে পারেন । এতে আপনার খুশকি কমবে । এবং আপনার চুল দ্রুত বাড়বে । এক টেবিল চামচ মেথি বেটে নিয়ে তার সঙ্গে কিছুটা মুলতানি মাটি ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মাথার ত্বকে ও চুলের গোড়ায় ভাল করে এই মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ রেখে চুল ধুয়ে নিন।

 

শীত পড়লে যে শুধু ত্বক রুক্ষ হয়ে যায় তা নয়। চুলেও দেখা দেয় রুক্ষ ভাব । মুলতানি মাটি, মধু ও পাতিলেবুর রস এক সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন । তার পর কিছু ক্ষণ রেখে চুলে শ্যাম্পু করে নিন।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একবার হলেও ব্যবহার করুন এই পদ্ধতি । চুল নিয়ে আর ভাবতে হবে না ।

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক :  চুলের ডগা ফেটে যাওয়া থেকে শুরু করে মাত্রাতিরিক্ত হারে চুল পড়া— চুলের নানান সমস্যা নিয়ে নাজেহাল হয়ে পড়েন অনেকেই। সমস্যার সমাধানে বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছেন। কিন্ত কিছুতেই কিছু হচ্ছে না । বিফলে যাচ্ছে আপনার সমস্ত কৌশল। তবে চিন্তা করবেন না চুলের সমস্যার সমাধানের ঘরোয়া উপায় রয়েছে, একবার হলেও ব্যবহার করুন! ত্বক হোক কিংবা চুল, একটাই ঘরোয়া সমাধান মুলতানি মাটি । ত্বকের যত্ন নিতে মুলতানি মাটির অবদান অনস্বীকার্য । তেমনই চুল ভাল রাখতেও ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।

 

চুল বৃদ্ধি হওয়া নিয়ে চিন্তিত আছেন । অনেক পদ্ধতি অবলম্বন করেও চুল মোটেও বাড়ছেনা । তার জন্য একদম ভাববেন না। তাঁদের জন্য মুলতানি বেশ উপকারী হতে পারে। অ্যালোভেরা জেল, লেবুর রস,ও মুলতানি মাটি মিশিয়ে মিশ্রণ তৈরি করে দু থেকে তিন দিন চুলে লাগাতে পারেন । এতে চুল মজবুত আর দ্রুত বড় হবে।

 

আপনি কি জানেন অতিরিক্ত খুশকি আপনার চুলের বৃদ্ধি এবং সৌন্দর্য ছিনিয়ে নেই । আপনি হাজারও চেষ্টা করে চুলের খুশকি ভালো করতে পারছেন না । সেই ক্ষেত্রে একবার মুলতানি মাটি ব্যবহার করতে পারেন । এতে আপনার খুশকি কমবে । এবং আপনার চুল দ্রুত বাড়বে । এক টেবিল চামচ মেথি বেটে নিয়ে তার সঙ্গে কিছুটা মুলতানি মাটি ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মাথার ত্বকে ও চুলের গোড়ায় ভাল করে এই মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ রেখে চুল ধুয়ে নিন।

 

শীত পড়লে যে শুধু ত্বক রুক্ষ হয়ে যায় তা নয়। চুলেও দেখা দেয় রুক্ষ ভাব । মুলতানি মাটি, মধু ও পাতিলেবুর রস এক সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন । তার পর কিছু ক্ষণ রেখে চুলে শ্যাম্পু করে নিন।