১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
স্যান্ডো গেঞ্জি–হাফ প্যান্ট পরে বিয়ে আমির খানের জামাইয়ের

সামিমা এহসানা
- আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 68
পুবের কলম ওয়েব ডেস্ক: স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে জগিং করতে করতে বিয়ে বাড়িতে ঢোকেন বলিউড অভিনেতা আমির খানের জামাই নূপুর শেখর। বুধবার নূপুরের সঙ্গে আমির কন্যা ইরার বিবাহ হয় মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে।
নূপুর একজন ফিটনেস ট্রেনার। তার পোশাক দেখে সকলেই অবাক হয়েছিল। ওই পোশাকেই বিয়ের রেজিস্ট্রেশন সারেন নূপুর। পরে অবশ্য নীল বিয়ের পোশাকে দেখা যায় তাকে। সেখানে উপস্থিত ছিলেন আমির খান, তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরন রাও সহ পরিবারের অন্যান্যরা।
Tag :
Nupur Shikhare marries Amir Khans daughter Ira Khan in vest and shorts স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে বিয়ে আমির খানের জামাইয়ের