বঙ্গে বিজেপির সিএএ টোপ, ছ’বছরে মাত্র ৮ জনকে নাগরিকত্ব
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 106
পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে আবারও নাগরিকত্ব আইন (সিএএ) সামনে এনে ভোটব্যাঙ্কে দানা বাঁধার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। দাবি,এসআইআর প্রক্রিয়ার ফলে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লেও ঘাবড়ানোর কারণ নেই, পরে সিএএ দিয়েই মিলবে নাগরিকত্ব। তবে সরকারি পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ছ’বছর আগে সিএএ কার্যকর হলেও বাংলায় এ আইন অনুযায়ী নাগরিকত্ব পেয়েছেন মাত্র আটজন, তাও প্রায় এক বছর আগে।
জানা গেছে, বিজেপির আশ্বাসে রাজ্য থেকে ৩২ হাজারেরও বেশি আবেদন জমা পড়লেও বাকিদের ক্ষেত্রে কোনও অগ্রগতি হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তথ্য গোপন করা নিয়েও প্রশ্ন উঠছে। উল্লেখযোগ্যভাবে, সিএএ ছাড়াই রাজ্য থেকে প্রতি মাসে ১০–১২টি নাগরিকত্বের আবেদন সাধারণ নিয়মে অনুমোদন পায়—তাহলে সিএএ-র আবেদনে এত গোপনীয়তা কেন, তা নিয়েও চলছে জল্পনা।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র আক্রমণ—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সিএএ বিজেপির ঝোলানো গাজর। একদিকে ভয় দেখানো, অন্যদিকে প্রতিশ্রুতির টোপ,এই চালেই ভোট চায় বিজেপি।” মতুয়া সমাজের একাংশও বিজেপির উপর ক্ষুব্ধ। ঠাকুরবাড়ির সংঘাধিপতি মমতা ঠাকুর মন্তব্য করেন, “এসআইআর ঘিরে মতুয়াদের অনশনই বিজেপিকে নড়েচড়ে বসিয়েছে। এখন সিএএ-র নতুন টোপ দিয়ে লাভ হবে না।” যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্বীকার করেছেন, আবেদনকারী অনেকেই এখনও শংসাপত্র পাননি। তাঁর দাবি, কেন্দ্রকে বিষয়টি জানানো হয়েছে এবং কাজ দ্রুত করার অনুরোধও করা হয়েছে।






































