২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘কপ-২৮’ সম্মেলনে দুবাইয়ে প্রধানমন্ত্রী মোদি দেখা করলেন ইসরাইলি প্রসিডেন্টের সঙ্গে

শফিকুল ইসলাম
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
  • / 31

পুবের কলম ওয়েব ডেস্ক:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দুবাইতে কনফারেন্স অফ পার্টিস বা কপ-২৮-এর ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটের সাইডলাইনে ইসরাইলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের সঙ্গে দেখা করেছেন।

প্রধানমন্ত্রী মোদি ইসরাইল-হামাসের  যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার  প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।

দুই নেতা এই অঞ্চলে চলমান ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়ে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী ৭ অক্টোবরের ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন।,

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ‘এক্স’- হ্যান্ডলেএ কথা লিখেছেন।

‘ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট’-এর উদ্বোধনী অধিবেশনেও মোদি ভাষণ দেন। এর পাশাপাশি তিনটি উচ্চ-স্তরের অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। যার মধ্যে দু’টি অনুষ্ঠানের সহ-আয়োজক ভারত । ‘কপ-২৮’ সম্মেলনে মোদির মতো প্রথম সারির নেতা ছাড়াও প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

দুবাই পৌঁছে এক্স (আগের টুইটার) হ্যান্ডলে গিয়ে বার্তাও দেন মোদি। দুবাই পৌঁছে তিনি লেখেন, ‘‘কপ-২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।’’

‘কপ’ শীর্ষ সম্মেলন হল ‘কনফারেন্স অব পার্টিজ়’-এর সংক্ষিপ্ত রূপ। পৃথিবীর উষ্ণায়ন নিয়ে আলোচনার এটি ২৮তম বৈঠক বলে ‘কপ-২৮’ নাম।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘কপ-২৮’ সম্মেলনে দুবাইয়ে প্রধানমন্ত্রী মোদি দেখা করলেন ইসরাইলি প্রসিডেন্টের সঙ্গে

আপডেট : ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দুবাইতে কনফারেন্স অফ পার্টিস বা কপ-২৮-এর ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটের সাইডলাইনে ইসরাইলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের সঙ্গে দেখা করেছেন।

প্রধানমন্ত্রী মোদি ইসরাইল-হামাসের  যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার  প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।

দুই নেতা এই অঞ্চলে চলমান ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়ে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী ৭ অক্টোবরের ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন।,

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ‘এক্স’- হ্যান্ডলেএ কথা লিখেছেন।

‘ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট’-এর উদ্বোধনী অধিবেশনেও মোদি ভাষণ দেন। এর পাশাপাশি তিনটি উচ্চ-স্তরের অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। যার মধ্যে দু’টি অনুষ্ঠানের সহ-আয়োজক ভারত । ‘কপ-২৮’ সম্মেলনে মোদির মতো প্রথম সারির নেতা ছাড়াও প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

দুবাই পৌঁছে এক্স (আগের টুইটার) হ্যান্ডলে গিয়ে বার্তাও দেন মোদি। দুবাই পৌঁছে তিনি লেখেন, ‘‘কপ-২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।’’

‘কপ’ শীর্ষ সম্মেলন হল ‘কনফারেন্স অব পার্টিজ়’-এর সংক্ষিপ্ত রূপ। পৃথিবীর উষ্ণায়ন নিয়ে আলোচনার এটি ২৮তম বৈঠক বলে ‘কপ-২৮’ নাম।