০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনাথ সিংয়ের হাত ধরে বায়ুসেনায় যোগ দিল ‘প্রচণ্ড’

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘প্রচণ্ড’ যোগ দিল ভারতীয় সেনায়। প্রচণ্ড হল ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। প্রচণ্ড-র যোগ দানে এক ধাক্কায় অনেকটা শক্তি বাড়ল বায়ুসেনার। সেনায় প্রচণ্ডর অনুষ্ঠানিক যোগদানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সেনা সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হয়েছ যুদ্ধবাজ হেলিকপ্টার তৈরিতে। এই হেলিকপ্টারটি যা ৫ হাজার মিটার বা ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় অস্ত্রশস্ত্র এবং জ্বালানি-সহ অনায়াসে উড়তে পারে। হিমালয়ের উচ্চতায় উড়তে সক্ষম এই হেলিকপ্টারটি।

একইসঙ্গে যে কোনও ধরনের আবহাওয়ায় উড়তে পারে প্রচণ্ড, জানিয়েছে সেনা। বায়ুসেনায় ‘প্রচণ্ড’ যোগ দেওয়ায় টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন রাজনাথ সিং। তিনি লেখেন, “একটি স্বরণীয় মুহূর্ত। এর ফলে প্রতিরক্ষা উৎপাদনে ভারতের সক্ষমতা প্রমাণিত হল।” তাঁর কথায়, “এই কপ্টার পেয়ে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল।” এদিন যোধপুরে প্রচণ্ডের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিকরণে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ছিলেন সেনা সর্বাধিনায়ক অনীল চৌহান ও বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী। জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ৯৫টি ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ ভারতীয় সেনায় যোগ দিতে চলেছে। শুধু মাত্র বায়ুসেনায় যোগ হাতে আসবে ৬৫টি ‘প্রচণ্ড’। প্রতিরক্ষা মন্ত্রকের এই ব্যয়বহুল প্রকল্পটিতে খরচ হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজনাথ সিংয়ের হাত ধরে বায়ুসেনায় যোগ দিল ‘প্রচণ্ড’

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘প্রচণ্ড’ যোগ দিল ভারতীয় সেনায়। প্রচণ্ড হল ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। প্রচণ্ড-র যোগ দানে এক ধাক্কায় অনেকটা শক্তি বাড়ল বায়ুসেনার। সেনায় প্রচণ্ডর অনুষ্ঠানিক যোগদানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সেনা সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হয়েছ যুদ্ধবাজ হেলিকপ্টার তৈরিতে। এই হেলিকপ্টারটি যা ৫ হাজার মিটার বা ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় অস্ত্রশস্ত্র এবং জ্বালানি-সহ অনায়াসে উড়তে পারে। হিমালয়ের উচ্চতায় উড়তে সক্ষম এই হেলিকপ্টারটি।

একইসঙ্গে যে কোনও ধরনের আবহাওয়ায় উড়তে পারে প্রচণ্ড, জানিয়েছে সেনা। বায়ুসেনায় ‘প্রচণ্ড’ যোগ দেওয়ায় টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন রাজনাথ সিং। তিনি লেখেন, “একটি স্বরণীয় মুহূর্ত। এর ফলে প্রতিরক্ষা উৎপাদনে ভারতের সক্ষমতা প্রমাণিত হল।” তাঁর কথায়, “এই কপ্টার পেয়ে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল।” এদিন যোধপুরে প্রচণ্ডের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিকরণে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ছিলেন সেনা সর্বাধিনায়ক অনীল চৌহান ও বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী। জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ৯৫টি ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ ভারতীয় সেনায় যোগ দিতে চলেছে। শুধু মাত্র বায়ুসেনায় যোগ হাতে আসবে ৬৫টি ‘প্রচণ্ড’। প্রতিরক্ষা মন্ত্রকের এই ব্যয়বহুল প্রকল্পটিতে খরচ হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা।