৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষবরণের প্রাক মূহুর্তে বরফে ঢাকল সান্দাকফু , উচ্ছ্বসিত  পর্যটকরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 188

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  বছরের শেষদিনে  তুষারে ঢাকল সান্দাকফু। আনন্দে উদ্বেল পর্যটকরা। শনিবার ভোর থেকেই বরফের চাদরে মুখ ঢেকেছে সান্দাকফু। উত্তর সিকিমে বরফপড়া শুরু হলেও পাহাড়ের রাণী দার্জিলিংয়ে তুষারপাতের জন্য অপেক্ষা করছিলেন পর্যটকরা। এবার তাঁদের সেই আশা পূর্ণ হলো।

 

সান্দাকফু ছাড়াও নীচের উচ্চতায় টংলু, টুমলিং-সহ , কালিপোখরি, বিকে ভঞ্জন-সহ বিভিন্ন এলাকাতেও শনিবার সকালের দিকে হালকা তুষারপাত হয়েছে। পর্যটক এবং হোটেল ব্যবসায়ীরা আশাবাদী বছরের প্রথম দিন রবিবারেও তুষারে ঢাকবে সান্দাকফু।

অন্য দিকে, উত্তর সিকিমে শনিবার আবার তুষারপাত হয়। এ নিয়ে ডিসেম্বরে তিন দফায় তুষারপাত হল উত্তর সিকিমে। লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকা এখন কার্যত বরফের চাদরে ঢাকা। ইতিমধ্যেই ছাঙ্গুলেকে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করেছে সিকিম সরকার। তবে বর্ষবরণের প্রাকমুহুর্তে প্রবল ঠান্ডা এবং তুষারপাত জমিয়ে উপভোগ করছেন পর্যটকরা।

 

পুবের কলম ওয়েবডেস্ক:  বছরের শেষদিনে  তুষারে ঢাকল সান্দাকফু। আনন্দে উদ্বেল পর্যটকরা। শনিবার ভোর থেকেই বরফের চাদরে মুখ ঢেকেছে সান্দাকফু। উত্তর সিকিমে বরফপড়া শুরু হলেও পাহাড়ের রাণী দার্জিলিংয়ে তুষারপাতের জন্য অপেক্ষা করছিলেন পর্যটকরা। এবার তাঁদের সেই আশা পূর্ণ হলো।

 

সান্দাকফু ছাড়াও নীচের উচ্চতায় টংলু, টুমলিং-সহ , কালিপোখরি, বিকে ভঞ্জন-সহ বিভিন্ন এলাকাতেও শনিবার সকালের দিকে হালকা তুষারপাত হয়েছে। পর্যটক এবং হোটেল ব্যবসায়ীরা আশাবাদী বছরের প্রথম দিন রবিবারেও তুষারে ঢাকবে সান্দাকফু।

অন্য দিকে, উত্তর সিকিমে শনিবার আবার তুষারপাত হয়। এ নিয়ে ডিসেম্বরে তিন দফায় তুষারপাত হল উত্তর সিকিমে। লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকা এখন কার্যত বরফের চাদরে ঢাকা। ইতিমধ্যেই ছাঙ্গুলেকে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করেছে সিকিম সরকার। তবে বর্ষবরণের প্রাকমুহুর্তে প্রবল ঠান্ডা এবং তুষারপাত জমিয়ে উপভোগ করছেন পর্যটকরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ষবরণের প্রাক মূহুর্তে বরফে ঢাকল সান্দাকফু , উচ্ছ্বসিত  পর্যটকরা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  বছরের শেষদিনে  তুষারে ঢাকল সান্দাকফু। আনন্দে উদ্বেল পর্যটকরা। শনিবার ভোর থেকেই বরফের চাদরে মুখ ঢেকেছে সান্দাকফু। উত্তর সিকিমে বরফপড়া শুরু হলেও পাহাড়ের রাণী দার্জিলিংয়ে তুষারপাতের জন্য অপেক্ষা করছিলেন পর্যটকরা। এবার তাঁদের সেই আশা পূর্ণ হলো।

 

সান্দাকফু ছাড়াও নীচের উচ্চতায় টংলু, টুমলিং-সহ , কালিপোখরি, বিকে ভঞ্জন-সহ বিভিন্ন এলাকাতেও শনিবার সকালের দিকে হালকা তুষারপাত হয়েছে। পর্যটক এবং হোটেল ব্যবসায়ীরা আশাবাদী বছরের প্রথম দিন রবিবারেও তুষারে ঢাকবে সান্দাকফু।

অন্য দিকে, উত্তর সিকিমে শনিবার আবার তুষারপাত হয়। এ নিয়ে ডিসেম্বরে তিন দফায় তুষারপাত হল উত্তর সিকিমে। লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকা এখন কার্যত বরফের চাদরে ঢাকা। ইতিমধ্যেই ছাঙ্গুলেকে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করেছে সিকিম সরকার। তবে বর্ষবরণের প্রাকমুহুর্তে প্রবল ঠান্ডা এবং তুষারপাত জমিয়ে উপভোগ করছেন পর্যটকরা।

 

পুবের কলম ওয়েবডেস্ক:  বছরের শেষদিনে  তুষারে ঢাকল সান্দাকফু। আনন্দে উদ্বেল পর্যটকরা। শনিবার ভোর থেকেই বরফের চাদরে মুখ ঢেকেছে সান্দাকফু। উত্তর সিকিমে বরফপড়া শুরু হলেও পাহাড়ের রাণী দার্জিলিংয়ে তুষারপাতের জন্য অপেক্ষা করছিলেন পর্যটকরা। এবার তাঁদের সেই আশা পূর্ণ হলো।

 

সান্দাকফু ছাড়াও নীচের উচ্চতায় টংলু, টুমলিং-সহ , কালিপোখরি, বিকে ভঞ্জন-সহ বিভিন্ন এলাকাতেও শনিবার সকালের দিকে হালকা তুষারপাত হয়েছে। পর্যটক এবং হোটেল ব্যবসায়ীরা আশাবাদী বছরের প্রথম দিন রবিবারেও তুষারে ঢাকবে সান্দাকফু।

অন্য দিকে, উত্তর সিকিমে শনিবার আবার তুষারপাত হয়। এ নিয়ে ডিসেম্বরে তিন দফায় তুষারপাত হল উত্তর সিকিমে। লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকা এখন কার্যত বরফের চাদরে ঢাকা। ইতিমধ্যেই ছাঙ্গুলেকে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করেছে সিকিম সরকার। তবে বর্ষবরণের প্রাকমুহুর্তে প্রবল ঠান্ডা এবং তুষারপাত জমিয়ে উপভোগ করছেন পর্যটকরা।