০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মুম্বইয়ে পচা খাবার দেওয়া নিয়ে ক্যান্টিন কর্মীকে চড় শিবসেনা বিধায়কের
আফিয়া নৌশিন
- আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
- / 133
পুবের কলম ওয়েবডেস্ক: মুম্বইয়ে বিধায়ক হোস্টেলের ক্যান্টিনে পচা খাবার পরিবেশন করা নিয়ে এক কর্মীকে চড় মারলেন শাসকদল শিবসেনার বিধায়ক সঞ্জয় গাইকওয়াড।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। বুলঢানা জেলার এই বিধায়ক অভিযোগ করেন, তাঁকে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে। তিনি জানান, মহারাষ্ট্র বিধানসভার চলমান বর্ষাকালীন অধিবেশনে তিনি এই বিষয়টি তুলবেন।
তবে তাঁর এই আচরণ নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলের কয়েকজন সদস্য কড়া সমালোচনা করেছেন। তাঁরা বলেন, খাবারের মান নিয়ে উদ্বেগ থাকতেই পারে, কিন্তু তা নিয়ে একজন কর্মীর উপর হাত তোলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।



























