০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধ্যমিক শুরুর আগের দিন আত্মঘাতী পরীক্ষার্থী, কারণ জানলে চমকে উঠবেন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার
  • / 22

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃরাত পোহালেই সোমবার মাধ্যমিক। তার আগে রবিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আউড়িয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। ওই  পরীক্ষার্থীর নাম বিশাল চৌধুরী (১৬) ।

এলাকায় অত্যন্ত মেধাবী বলেই পরিচিত ছিল এই কিশোর। টেস্টেও সে ৬৮৫ নম্বর পেয়েছিল। শুধু ভয় ছিল ইতিহাসে, তাতেও সে টেস্টে ৮৫ নম্বর পায়।

আরও পড়ুন: তীব্র দহনের জেরে পিছিয়ে গেল বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষা

মায়ের সঙ্গে নিজের মামার বাড়িতে থাকত ওই কিশোর। তার মামা জানিয়েছেন লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল সে। তবে ইতিহাসকে কে ঘিরে ছিল তার যত আতঙ্ক। যখন তার দেহ উদ্ধার হয় তখনও বিছানায় খোলা ছিল ইতিহাস বই।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য মালদায়, প্রথম দশে রয়েছে ১৬ মুসলিম

রবিবার সকালে দোতলায় নিজের ঘরে পড়ছিল সে। আচমকা শব্দ শুনে তার মা দোতলায় যান। সেখানে জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এর পর তাঁর চিৎকারে জড়ো হন প্রতিবেশীরা।  বিশালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: Breaking: হাতির হানায় ছাত্রের মৃত্যুর পরেই বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাধ্যমিক শুরুর আগের দিন আত্মঘাতী পরীক্ষার্থী, কারণ জানলে চমকে উঠবেন

আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃরাত পোহালেই সোমবার মাধ্যমিক। তার আগে রবিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আউড়িয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। ওই  পরীক্ষার্থীর নাম বিশাল চৌধুরী (১৬) ।

এলাকায় অত্যন্ত মেধাবী বলেই পরিচিত ছিল এই কিশোর। টেস্টেও সে ৬৮৫ নম্বর পেয়েছিল। শুধু ভয় ছিল ইতিহাসে, তাতেও সে টেস্টে ৮৫ নম্বর পায়।

আরও পড়ুন: তীব্র দহনের জেরে পিছিয়ে গেল বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষা

মায়ের সঙ্গে নিজের মামার বাড়িতে থাকত ওই কিশোর। তার মামা জানিয়েছেন লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল সে। তবে ইতিহাসকে কে ঘিরে ছিল তার যত আতঙ্ক। যখন তার দেহ উদ্ধার হয় তখনও বিছানায় খোলা ছিল ইতিহাস বই।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য মালদায়, প্রথম দশে রয়েছে ১৬ মুসলিম

রবিবার সকালে দোতলায় নিজের ঘরে পড়ছিল সে। আচমকা শব্দ শুনে তার মা দোতলায় যান। সেখানে জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এর পর তাঁর চিৎকারে জড়ো হন প্রতিবেশীরা।  বিশালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: Breaking: হাতির হানায় ছাত্রের মৃত্যুর পরেই বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর