০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ অগাস্ট ২০২৩, মঙ্গলবার
  • / 30

পারিজাত মোল্লা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি বিষয়ক মামলার শুনানি। এদিন মামলাকারী আইনজীবীর তরফে দ্রুত শুনানির আর্জি রাখা হয়েছিল।তবে তাতে সায় দেয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

এদিন কলকাতা হাইকোর্টে এ ব্যাপারে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। তবে, জরুরি ভিত্তিতে এই মামলা শুনতে রাজি হয়নি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ।এই মামলাটি ৬৬০ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত রয়েছে বলে এদিন আদালতে জানানো হয়।

আরও পড়ুন: নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে বিজেপির দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

আবেদনকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান, -‘ আয়কর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। মামলাটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি সংক্রান্ত মামলা। এই মামলায় আদালত আয়কর দফতরের কাছে যে হলফনামা চেয়েছিল, আয়কর দফতর তা দিয়েছে’।কিন্তু, তা সত্বেও এদিন জরুরি ভিত্তিতে এই মামলার শুনিনি করতে চায়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  জানানো হয়, -‘ এই মামলা পরে শোনা যাবে। কারণ, তালিকায় এর চেয়েও জরুরি বিষয় রয়েছে’।

আরও পড়ুন: Breaking: কুন্তল ঘোষ চিঠি মামলায় অভিষেকের আবেদন খারিজ করল হাই কোর্ট, পুরনো রায় বহাল রাখল আদালত

উল্লেখ্য , গত ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছিল। তাতে বলা হয়েছে যে, -‘ ২০১৩ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পাঁচ ভাই ও তাঁদের পরিবারের সম্পত্তি বহুলাংশে বৃদ্ধ পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার ২ বছররে মধ্যেই তাঁদের সম্পত্তি ফুলেফেঁপে উঠেছে’।মুখ্যমন্ত্রী অবশ্য এর আগে প্রকাশ্য জনসভা থেকে বলেছিলেন, -‘ তাঁর সঙ্গে পরিবারের কোনও আর্থিক সম্পর্ক নেই। উত্‍সবে পার্বণে আর পাঁচটা পরিবার যেমন একসঙ্গে মিলিত হয়, তেমন তাঁরাও মিলিত হন। এর বাইরে আর কিছু নেই’। এদিন এই মামলায় জরুরি শুনানির আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

 



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

আপডেট : ১ অগাস্ট ২০২৩, মঙ্গলবার

পারিজাত মোল্লা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি বিষয়ক মামলার শুনানি। এদিন মামলাকারী আইনজীবীর তরফে দ্রুত শুনানির আর্জি রাখা হয়েছিল।তবে তাতে সায় দেয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

এদিন কলকাতা হাইকোর্টে এ ব্যাপারে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। তবে, জরুরি ভিত্তিতে এই মামলা শুনতে রাজি হয়নি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ।এই মামলাটি ৬৬০ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত রয়েছে বলে এদিন আদালতে জানানো হয়।

আরও পড়ুন: নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে বিজেপির দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

আবেদনকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান, -‘ আয়কর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। মামলাটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি সংক্রান্ত মামলা। এই মামলায় আদালত আয়কর দফতরের কাছে যে হলফনামা চেয়েছিল, আয়কর দফতর তা দিয়েছে’।কিন্তু, তা সত্বেও এদিন জরুরি ভিত্তিতে এই মামলার শুনিনি করতে চায়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  জানানো হয়, -‘ এই মামলা পরে শোনা যাবে। কারণ, তালিকায় এর চেয়েও জরুরি বিষয় রয়েছে’।

আরও পড়ুন: Breaking: কুন্তল ঘোষ চিঠি মামলায় অভিষেকের আবেদন খারিজ করল হাই কোর্ট, পুরনো রায় বহাল রাখল আদালত

উল্লেখ্য , গত ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছিল। তাতে বলা হয়েছে যে, -‘ ২০১৩ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পাঁচ ভাই ও তাঁদের পরিবারের সম্পত্তি বহুলাংশে বৃদ্ধ পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার ২ বছররে মধ্যেই তাঁদের সম্পত্তি ফুলেফেঁপে উঠেছে’।মুখ্যমন্ত্রী অবশ্য এর আগে প্রকাশ্য জনসভা থেকে বলেছিলেন, -‘ তাঁর সঙ্গে পরিবারের কোনও আর্থিক সম্পর্ক নেই। উত্‍সবে পার্বণে আর পাঁচটা পরিবার যেমন একসঙ্গে মিলিত হয়, তেমন তাঁরাও মিলিত হন। এর বাইরে আর কিছু নেই’। এদিন এই মামলায় জরুরি শুনানির আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।