১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উদ্বোধন হল করিম ক্লিনিকের,  লক্ষ্য স্বাস্থ্যসেবা প্রদান

করিম ক্লিনিকের উদ্বোধন করছেন 'পুবের কলম'-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক, বিদায়ী কাউন্সিলার সানা আহমদ প্রমুখ। ছবি- খালিদুর রহিম

বিশেষ প্রতিবেদনঃ ডা. আফতাব খান এই শহরের প্রখ্যাত কার্ডিওলজিস্ট। অ্যাপোলো হসপিটালে তাঁর অ্যাপয়ন্টমেন্ট  পাওয়ার জন্য রোগীদের অপেক্ষমান থাকতে হয়। কারণ রোগী ও চিকিৎসক মহলে বিনয় স্নিগ্ধ ব্যক্তিত্বের অধিকারী ডা. আফতাব খান হৃদরোগের একজন দক্ষ-প্রতিভাশীল চিকিৎসক হিসেবে পরিচিত।

 

আরও পড়ুন: পুতিনের বাসভবনে ড্রোন হামলা, অভিযোগের তির ইউক্রেনের দিকে

এই আফতাব খানই সোমবার ১৩ নম্বর হাজী মুহাম্মদ মহসিন স্কোয়ারে সিদরাতুল মুনতাহা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য যে করিম ক্লিনিক তৈরি করা হয়েছে তার উদ্বোধনে ছিলেন প্রধান অতিথি।

আরও পড়ুন: ব্রিটেনের রাজাকে লক্ষ্য করে ডিম!

 

করিম ক্লিনিকের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও পুবের কলম পত্রিকার সম্পাদক জনাব আহমদ হাসান ইমরান– তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ও সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রেসিডেন্ট জনাব ওয়ায়েজুল হক ও এই অঞ্চলের (৬২ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর হিসেবে সুনাম কুড়িয়েছেন সেই সানা আহমেদ। বর্তমানে তিনি পুনরায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

ফিতে কেটে ক্লিনিকটির উদ্বোধন করেন জনাব ইমরান– ওয়ায়েজুল হক এবং সানা আহমেদ। সিদরাতুল মুনতাহা ট্রাস্টের জনসেবার আহ্বানে সাড়া দিয়ে ডা. আফতাব আহমেদ বলেছেন– এই করিম ক্লিনিকের মাধ্যমেও তাঁর সঙ্গে চিকিৎসার জন্য যোগাযোগ করা যাবে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর এন টেগোর হসপিটালের নেফ্রোলজিস্ট (কিডনি রোগ বিশেষজ্ঞ) ডা. তারশিদ আলি জাহাঙ্গির এবং আরও অনেক বিশিষ্ট চিকিৎসক।

 

উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রেসিডেন্ট মুহাম্মদ সাব্বির আলম মিশবাহী– মুহাম্মদ নাসিরউদ্দিন– সাব্বির আলি– মুহাম্মদ রইসউদ্দিন– মাওলানা মুশাহিদ আহমেদ রাজিই– মুহাম্মদ কামরান প্রমুখ।

সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উদ্বোধন হল করিম ক্লিনিকের,  লক্ষ্য স্বাস্থ্যসেবা প্রদান

আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার

বিশেষ প্রতিবেদনঃ ডা. আফতাব খান এই শহরের প্রখ্যাত কার্ডিওলজিস্ট। অ্যাপোলো হসপিটালে তাঁর অ্যাপয়ন্টমেন্ট  পাওয়ার জন্য রোগীদের অপেক্ষমান থাকতে হয়। কারণ রোগী ও চিকিৎসক মহলে বিনয় স্নিগ্ধ ব্যক্তিত্বের অধিকারী ডা. আফতাব খান হৃদরোগের একজন দক্ষ-প্রতিভাশীল চিকিৎসক হিসেবে পরিচিত।

 

আরও পড়ুন: পুতিনের বাসভবনে ড্রোন হামলা, অভিযোগের তির ইউক্রেনের দিকে

এই আফতাব খানই সোমবার ১৩ নম্বর হাজী মুহাম্মদ মহসিন স্কোয়ারে সিদরাতুল মুনতাহা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য যে করিম ক্লিনিক তৈরি করা হয়েছে তার উদ্বোধনে ছিলেন প্রধান অতিথি।

আরও পড়ুন: ব্রিটেনের রাজাকে লক্ষ্য করে ডিম!

 

করিম ক্লিনিকের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও পুবের কলম পত্রিকার সম্পাদক জনাব আহমদ হাসান ইমরান– তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ও সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রেসিডেন্ট জনাব ওয়ায়েজুল হক ও এই অঞ্চলের (৬২ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর হিসেবে সুনাম কুড়িয়েছেন সেই সানা আহমেদ। বর্তমানে তিনি পুনরায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

ফিতে কেটে ক্লিনিকটির উদ্বোধন করেন জনাব ইমরান– ওয়ায়েজুল হক এবং সানা আহমেদ। সিদরাতুল মুনতাহা ট্রাস্টের জনসেবার আহ্বানে সাড়া দিয়ে ডা. আফতাব আহমেদ বলেছেন– এই করিম ক্লিনিকের মাধ্যমেও তাঁর সঙ্গে চিকিৎসার জন্য যোগাযোগ করা যাবে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর এন টেগোর হসপিটালের নেফ্রোলজিস্ট (কিডনি রোগ বিশেষজ্ঞ) ডা. তারশিদ আলি জাহাঙ্গির এবং আরও অনেক বিশিষ্ট চিকিৎসক।

 

উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রেসিডেন্ট মুহাম্মদ সাব্বির আলম মিশবাহী– মুহাম্মদ নাসিরউদ্দিন– সাব্বির আলি– মুহাম্মদ রইসউদ্দিন– মাওলানা মুশাহিদ আহমেদ রাজিই– মুহাম্মদ কামরান প্রমুখ।