২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 87

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। আজ সকালে  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মুম্বই নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবন্দন্তী সন্তুরবাদক।

প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা

 

মাত্র ১৩ বছর বয়স থেকেই সন্তুরে প্রশিক্ষণ শুরু হয় শিবকুমার শর্মার।১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জন্ম এই প্রবাদপ্রতিম সন্তুরবাদক শিবকুমার শর্মার। প্রতিভার জন্য তিনি খুব অল্প সময়ের মধ্যেই পণ্ডিত নামে বিখ্যাত হয়ে ওঠেন। জম্মুতে  এক সম্ভ্রান্ত সঙ্গীতঙ্গ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সংগীতশিল্পী।

প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা

মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার শর্মা তাঁর বাবার কাছ থেকে সংগীত ও তবলার উপর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন। এই চিন্তা থেকে শিবকুমার শর্মাকে মাত্র  তের বছর বয়স থেকেই সন্তুরের উপর প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। ১৯৫৫ সালে মুম্বইতে শিবকুমার শর্মা জীবনে প্রথম জনসমক্ষে সন্তুর বাজান।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। আজ সকালে  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মুম্বই নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবন্দন্তী সন্তুরবাদক।

প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা

 

মাত্র ১৩ বছর বয়স থেকেই সন্তুরে প্রশিক্ষণ শুরু হয় শিবকুমার শর্মার।১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জন্ম এই প্রবাদপ্রতিম সন্তুরবাদক শিবকুমার শর্মার। প্রতিভার জন্য তিনি খুব অল্প সময়ের মধ্যেই পণ্ডিত নামে বিখ্যাত হয়ে ওঠেন। জম্মুতে  এক সম্ভ্রান্ত সঙ্গীতঙ্গ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সংগীতশিল্পী।

প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা

মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার শর্মা তাঁর বাবার কাছ থেকে সংগীত ও তবলার উপর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন। এই চিন্তা থেকে শিবকুমার শর্মাকে মাত্র  তের বছর বয়স থেকেই সন্তুরের উপর প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। ১৯৫৫ সালে মুম্বইতে শিবকুমার শর্মা জীবনে প্রথম জনসমক্ষে সন্তুর বাজান।