০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
আইন ও প্রশাসন সামলে ক্রিকেট ম্যাচেও অংশ নিলেন পুলিশ কর্মীরা
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 17
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান কাজের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ যেন না কমে। সুস্থ, সবল থাকতে শরীর চর্চার প্রতি নজর রাখতে হবে। তাই প্রশাসন সামলানোর পাশাপাশি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিল পুলিশ। মঙ্গলবার জয়নগর ১ নং ব্লকের বহড়ু হাইস্কুল মাঠে জয়নগর থানার সঙ্গে মগরাহাট থানার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হয়ে গেল। উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়,,মগরাহাট থানার ওসি আবদুল সামাদ আনসারি সহ আরও অনেকে।
টসে জিতে প্রথমে ব্যাটিং নেন জয়নগর থানার খেলোয়াড়েরা। তাঁরা নিধারিত ১০ ওভারে ১৬৯ রান করে। মগরাহাট থানার হয়ে খেলতে নেমে পুলিশ কর্মীরা ১০ ওভারে ৩ টি উইকেট হারিয়ে ১৭০ রান করে বিজয়ী হন।
Tag :
in the cricket matc্ manage the law and administration of Jayanagar police statio্ also participated The police personnel