০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কলকাতার পর এবার ম্যারাথন আয়কর হানা হাওড়াতেও
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 25
প
আইভি আদক, হাওড়া:কলকাতার পাশাপাশি হাওড়াতেও ব্যবসায়ীর কর্টেজে হানা আয়কর দপ্তরের। আয়কর অফিসাররা সেন্ট্রাল রিজার্ভ পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার সকালে হাওড়ার বি গার্ডেন থানা এলাকার পদ্মপুকুর ক্যারি রোডের একটি আবাসনে পাইকারি মাছ ব্যবসায়ীর কর্টেজে হানা দেন। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি। তবে এই বিষয়ে তদন্তকারীরা কেউ মুখ খোলেননি। এদিন একই কেসে কলকাতাতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। পাশাপাশি হাওড়াতেও ব্যবসায়ীর কর্টেজে হানা দেন তাঁরা।




























