০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশ: বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতায় ‘জয় শ্রীরাম’ লিখে ৫০ শতাংশ বেশি নাম্বার পেল ৪ শিক্ষার্থী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্ক : পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের লেখার মান অনুযায়ী নাম্বার দেন পরীক্ষকরা। কিন্তু পুরো উলটো ঘটনা দেখা গেল উত্তরপ্রদেশে। পরীক্ষার খাতাতেও ‘জয় শ্রীরাম’ ও ক্রিকেটারদের নাম লিখে ৫০ শতাংশ বেশি নাম্বার পেলেন চার ছাত্র। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ছাত্রদের খাতা ফের খতিয়ে দেখার সময় এই খবর সামনে আসে। রাজ্যের জৌনপুর শহরে বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই খবর প্রকাশ হওয়া মাত্র বিশ্ববিদ্যালয় দুজন শিক্ষককে বরখাস্তের সুপারিশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দিব্যাংশু সিং আরটিআইতে অভিযোগ জানান, উত্তরপত্র ফের পরীক্ষার সময় এই সত্য সামনে আসে। সূত্রের খবর, ফার্মেসির ডিপ্লোমা কোর্সের চার পড়ুয়া পরীক্ষার খাতার প্রতি পাতায় অনেক জায়গায় ‘জয় শ্রীরাম’ সহ ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের নাম লিখেছে বলে জানা গিয়েছে। এই চারজন শিক্ষার্থীকে ৫০ শতাংশের বেশি নম্বর দেওয়া হয়েছে বলে আরটিআই প্রকাশ করেছে। উত্তর পত্র ফের পরীক্ষার করার পর, পূর্বের নাম্বার বাতিল করে চার পরীক্ষার্থীকে শূন্য নাম্বার দেওয়া হয়।

সূত্রের খবর, প্রাক্তন ছাত্র দিব্যাংশু সিং আরটিআইতে অভিযোগ দায়ের করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে রিপোর্ট যায় রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে। রাজ্যপাল এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছেন।
জৌনপুর বিশ্ববিদ্যালয়ের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ফার্মেসি বিভাগের দুই ফ্যাকাল্টি মেম্বারকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে, রাজভবন থেকে ছাড়পত্র পেলেই সেই কাজটি করা হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশ: বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতায় ‘জয় শ্রীরাম’ লিখে ৫০ শতাংশ বেশি নাম্বার পেল ৪ শিক্ষার্থী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের লেখার মান অনুযায়ী নাম্বার দেন পরীক্ষকরা। কিন্তু পুরো উলটো ঘটনা দেখা গেল উত্তরপ্রদেশে। পরীক্ষার খাতাতেও ‘জয় শ্রীরাম’ ও ক্রিকেটারদের নাম লিখে ৫০ শতাংশ বেশি নাম্বার পেলেন চার ছাত্র। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ছাত্রদের খাতা ফের খতিয়ে দেখার সময় এই খবর সামনে আসে। রাজ্যের জৌনপুর শহরে বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই খবর প্রকাশ হওয়া মাত্র বিশ্ববিদ্যালয় দুজন শিক্ষককে বরখাস্তের সুপারিশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দিব্যাংশু সিং আরটিআইতে অভিযোগ জানান, উত্তরপত্র ফের পরীক্ষার সময় এই সত্য সামনে আসে। সূত্রের খবর, ফার্মেসির ডিপ্লোমা কোর্সের চার পড়ুয়া পরীক্ষার খাতার প্রতি পাতায় অনেক জায়গায় ‘জয় শ্রীরাম’ সহ ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের নাম লিখেছে বলে জানা গিয়েছে। এই চারজন শিক্ষার্থীকে ৫০ শতাংশের বেশি নম্বর দেওয়া হয়েছে বলে আরটিআই প্রকাশ করেছে। উত্তর পত্র ফের পরীক্ষার করার পর, পূর্বের নাম্বার বাতিল করে চার পরীক্ষার্থীকে শূন্য নাম্বার দেওয়া হয়।

সূত্রের খবর, প্রাক্তন ছাত্র দিব্যাংশু সিং আরটিআইতে অভিযোগ দায়ের করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে রিপোর্ট যায় রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে। রাজ্যপাল এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছেন।
জৌনপুর বিশ্ববিদ্যালয়ের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ফার্মেসি বিভাগের দুই ফ্যাকাল্টি মেম্বারকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে, রাজভবন থেকে ছাড়পত্র পেলেই সেই কাজটি করা হবে।