উত্তরবঙ্গে বিপর্যস্তদের পাশে ওয়েবকুপা

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 36
উত্তরবঙ্গে বিপর্যস্তদের পাশে ওয়েবকুপা
পুবের কলম প্রতিবেদক: উত্তরবঙ্গে বিপর্যস্ত এলাকায় ত্রাণ বিলির উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি (ওয়েবকুপা)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে বৃহস্পতিবার থেকে বন্যা দূর্গতদের ত্রান বিলি শুরু করবেন সংগঠনের প্রতিনিধিরা। অধ্যাপক নেতা সেলিম বক্স জানান, এই উদ্যোগ সম্মিলিত। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। প্রায় ১০০ জন অধ্যাপক ত্রাণ বিলি ক্যাম্পে উপস্থিত থাকবেন। পাশাপাশি মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ বিলি ক্যাম্পে থাকছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, ধূপগুড়ির বিধায়ক নির্মল রায়, অধ্যাপক বিকাশ বর্মন সহ অন্যান্য অধ্যাপক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।