০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর পরীক্ষায় ব্লুটুথ দিয়ে টুকলি, হাতেনাতে ধরা পড়লেন ২৮ জন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
  • / 37

 

 

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

 

আরও পড়ুন: অসুস্থ অস্কারজয়ী সঙ্গীত শিল্পী, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি এআর রহমান

 

আরও পড়ুন: অন্য জাতে বিয়ে, চেন্নাইয়ে কুপিয়ে খুন যুবককে

 

পুবের কলম ওয়েবডেস্ক: সেনাবাহিনীর পরীক্ষায় টুকলি  করতে গিয়ে ধরা পড়ল ২৮ জন। ব্লুটুথ ডিভাইসের সাহায্য নিয়ে চলছিল অভিনব প্রতারণা।  ঘটনাটি ঘটেছে রবিবার চেন্নাইয়ের নন্দামবাক্কাম এলাকায়।নন্দামবাক্কামের একটি স্কুলে প্রায় এক হাজার প্রার্থী গ্রুপ সি – এর পরীক্ষায় পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

পরীক্ষা কেন্দ্রের গার্ড বা ইনভিজিলেটর রা কিছু পরীক্ষার্থীকে  সন্দেহ করে  যাদের আচরণ  অস্বস্তিকর বলে মনে হচ্ছিল। তারপর   তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন গার্ডরা।   এরপর অবাক হয়ে দেখেন যে ওই ২৮ জন পরীক্ষায় প্রতারণা করার জন্য ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করছে।

 

এরপর ওই ২৮ জনকে  নন্দমবাক্কাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  তদন্ত শুরু হয়েছে।  অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।  নিজেদের নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত সেনাবাহিনীর কোন পরীক্ষায় বসতে পারবেনা ওই ২৮ জন। একটি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

 

পুরো ঘটনায় কার্যত হতবাক ওই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা সেনা অফিসাররা। তাঁদের কথায় প্রায় ১০০০ পরীক্ষার্থি ছিলেন। কিন্তু প্রথম থেকেই ওই ২৮ জনের আচরণ ছিল সন্দেহজনক। এরপর তাদের জেরা করতেই সামনে আসে আসল ঘটনা। কিন্তু যারা সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করতে চেয়ে পরীক্ষায় বসছেন তাদের কাছ থেকে এ হেন আচরণ কাম্য নয়। বলছেন সেনা অফিসাররা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেনাবাহিনীর পরীক্ষায় ব্লুটুথ দিয়ে টুকলি, হাতেনাতে ধরা পড়লেন ২৮ জন

আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

 

আরও পড়ুন: অসুস্থ অস্কারজয়ী সঙ্গীত শিল্পী, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি এআর রহমান

 

আরও পড়ুন: অন্য জাতে বিয়ে, চেন্নাইয়ে কুপিয়ে খুন যুবককে

 

পুবের কলম ওয়েবডেস্ক: সেনাবাহিনীর পরীক্ষায় টুকলি  করতে গিয়ে ধরা পড়ল ২৮ জন। ব্লুটুথ ডিভাইসের সাহায্য নিয়ে চলছিল অভিনব প্রতারণা।  ঘটনাটি ঘটেছে রবিবার চেন্নাইয়ের নন্দামবাক্কাম এলাকায়।নন্দামবাক্কামের একটি স্কুলে প্রায় এক হাজার প্রার্থী গ্রুপ সি – এর পরীক্ষায় পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

পরীক্ষা কেন্দ্রের গার্ড বা ইনভিজিলেটর রা কিছু পরীক্ষার্থীকে  সন্দেহ করে  যাদের আচরণ  অস্বস্তিকর বলে মনে হচ্ছিল। তারপর   তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন গার্ডরা।   এরপর অবাক হয়ে দেখেন যে ওই ২৮ জন পরীক্ষায় প্রতারণা করার জন্য ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করছে।

 

এরপর ওই ২৮ জনকে  নন্দমবাক্কাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  তদন্ত শুরু হয়েছে।  অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।  নিজেদের নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত সেনাবাহিনীর কোন পরীক্ষায় বসতে পারবেনা ওই ২৮ জন। একটি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

 

পুরো ঘটনায় কার্যত হতবাক ওই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা সেনা অফিসাররা। তাঁদের কথায় প্রায় ১০০০ পরীক্ষার্থি ছিলেন। কিন্তু প্রথম থেকেই ওই ২৮ জনের আচরণ ছিল সন্দেহজনক। এরপর তাদের জেরা করতেই সামনে আসে আসল ঘটনা। কিন্তু যারা সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করতে চেয়ে পরীক্ষায় বসছেন তাদের কাছ থেকে এ হেন আচরণ কাম্য নয়। বলছেন সেনা অফিসাররা।