০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুকুলের পিএসসি’র চেয়ারম্যান পদ খারিজের দাবিতে মামলা হাইকোর্টে

পুবের কলম প্রতিবেদক:­ পাবলিক অ্যাকাউন্ট পদের চেয়ারম্যান হওয়া নিয়ে প্রথম থেকেই রিরোধীদের ক্ষোভের মুখে পড়েছেন মুকুল রায়। তাঁর বিধায়ক পদ খারিজের জন্য ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের কাছে বিজেপি একটি মামলা করেছে। সেই মামলার শুনানি এখনও চলছে। এবার সেই মামলা গড়াল কলকাতা হাইকোর্টে।

বিজেপি তাঁকে পিএসসি’র চেয়ারম্যান পদ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ নিয়ম মেনে মুকুল রায়কে পিএসসি’র চেয়ারম্যান করা হয়নি। তাদের অভিযোগনিয়ম মোতাবেক ১৪­৬ অনুপাতে পিএসসি’র চেয়ারম্যান নির্বাচন করা হয়। কিন্তুএক্ষেত্রে বিধানসভার রুল বুকের ৩০২ ধারা মানা হয়নি। তা না মেনে ১৩­৭ অনুপাতে করা হয়েছে। তাই তার চেয়ারম্যান পদ খারিজের আবেদন জানিয়েছে বিজেপি। প্রসঙ্গতইতিমধ্যেই প্রথম থেকেই তাঁর পিএসসি চেয়ারম্যান পদ আটকানোর চেষ্টা করেছেন বিধানসভায় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দ্যু অধিকারি। কিন্তুশেষ পর্যন্ত তা পারেনি বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট বিজেপি।

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছেএই আবেদনে বিজেপি মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। বিশেষ করে তাঁর তৃণমূলে যোগদানের ভিডিও ফুটেজবিভিন্ন খবরের কাজজের কাটিং। এছাড়াওঅন্যান্য তথ্য মামলার আবেদনে জমা দেওয়া হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ১১১ টাকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুকুলের পিএসসি’র চেয়ারম্যান পদ খারিজের দাবিতে মামলা হাইকোর্টে

আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:­ পাবলিক অ্যাকাউন্ট পদের চেয়ারম্যান হওয়া নিয়ে প্রথম থেকেই রিরোধীদের ক্ষোভের মুখে পড়েছেন মুকুল রায়। তাঁর বিধায়ক পদ খারিজের জন্য ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের কাছে বিজেপি একটি মামলা করেছে। সেই মামলার শুনানি এখনও চলছে। এবার সেই মামলা গড়াল কলকাতা হাইকোর্টে।

বিজেপি তাঁকে পিএসসি’র চেয়ারম্যান পদ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ নিয়ম মেনে মুকুল রায়কে পিএসসি’র চেয়ারম্যান করা হয়নি। তাদের অভিযোগনিয়ম মোতাবেক ১৪­৬ অনুপাতে পিএসসি’র চেয়ারম্যান নির্বাচন করা হয়। কিন্তুএক্ষেত্রে বিধানসভার রুল বুকের ৩০২ ধারা মানা হয়নি। তা না মেনে ১৩­৭ অনুপাতে করা হয়েছে। তাই তার চেয়ারম্যান পদ খারিজের আবেদন জানিয়েছে বিজেপি। প্রসঙ্গতইতিমধ্যেই প্রথম থেকেই তাঁর পিএসসি চেয়ারম্যান পদ আটকানোর চেষ্টা করেছেন বিধানসভায় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দ্যু অধিকারি। কিন্তুশেষ পর্যন্ত তা পারেনি বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট বিজেপি।

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছেএই আবেদনে বিজেপি মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। বিশেষ করে তাঁর তৃণমূলে যোগদানের ভিডিও ফুটেজবিভিন্ন খবরের কাজজের কাটিং। এছাড়াওঅন্যান্য তথ্য মামলার আবেদনে জমা দেওয়া হয়েছে।