খুলে গেল স্কুল, প্রায় দুমাস পর ক্লাসরুমে ফিরে উচ্ছ্বসিত মাদ্রাসার পড়ুয়ারা

- আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার
- / 13
পুবের কলম প্রতিবেদক: প্রায় দু’মাস পর ক্লাস রুমে ফিরল পড়ুয়ারা। স্কুলও মাদ্রাসার পড়ুয়ারা সশরীরে ক্লাস করতে পেরে খুশি।
উল্লেখ্য, প্রবল দাবদাহের কারণে রাজ্যের স্কুলগুলিতে প্রথমে ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়। পরে পরিস্থিতির বিচারে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয় আরও ১১ দিন। স্কুলশিক্ষা দফতর নোটিস দিয়ে জানিয়েছিল ১৫ জুনের বদলে গরমের ছুটি শেষ হবে ২৬ জুন।
শিক্ষা দফতর জানিয়েছিল ছাত্র-ছাত্রীদের সবরকম সুরক্ষার কথা ভেবেই স্কুলে ছুটি দেওয়া হয়েছিল। ৫৬ দিন পর খুলে গেল রাজ্যের স্কুলগুলি। এত লম্বা গরমের ছুটি কাটিয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পড়ুয়ারা। বহুদিন পরে আবার স্কুলক্লাসরুম। একসঙ্গে বন্ধুদের পাশে বসে ক্লাস করা, টিফিন পিরিয়ডে হুটোপুটি করা, আজ থেকে আবার চালু হচ্ছে সবকিছু।
তবে রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। সেই মর্মে স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বিদ্যালয়গুলিতে নির্দেশিকা গিয়েছে। সেসব নির্দেশিকা মাথায় রেখে, সোমবার থেকে খুলে গেল রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলি।