নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু সেনা জওয়ানের, আহত আরও চার সেনা

- আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ জলপাইগুড়ি স্টেশনে সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা। জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম মনীশ মেহতা। আহত আরও চার জওয়ান। ঘটনার বিবরণে জানা যায়, ট্রেলারের ট্যাঙ্কে কতটা জল আছে মাপতে গিয়েছিলেন ওই সেনা জওয়ান। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জল মাপতে গিয়ে ওভারহেড স্পর্শ করে ফেলেন আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ৫-৬ জন জওয়ান। ঘটনায় মৃত্যু হয় এক জনের, গুরুতর জখম চার জন।তাঁদের তড়িঘড়ি ব্যাঙডুবি সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
জানা গিয়েছে, অসম থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নামেন জওয়ানেরা। ট্রেনের রেকে জল না থাকায় স্টেশনে জলের পাইপলাইন থেকে স্নানের জন্য রেকে জল ভরার চেষ্টা করছিলেন জওয়ানেরা। আর সে কারণেই প্লাটফর্মে থাকা পাইপ লাইন ধরে ওপরে উঠেছিলেন তাঁরা। ওপরে ছিল ট্রেনের ওভারহেড তার। সেই তারে মাথা লেগেই মৃত্যু হয় ওই জওয়ানের।তবে সেনার তরফে বা রেলের তরফে এখনও দুর্ঘটনার বিষয়ে কিছু স্পষ্টভাবে জানানো হয়নি।
এনজেপি স্টেশনে ট্রলারটি থামতেই ঘটে বিপত্তি। ঘটনার পর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ঘিরে রেখেছে সেনাবাহিনীর জওয়ানরা। ওই প্লাটফর্মে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে রয়েছে আরপিএফ এবং জিআরপি। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন রেলপুলিশের আধিকারিকরা। এসেছে রেল সুরক্ষাবাহিনীও।