২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেলেনি আশানুরূপ ফল, রাস্তা অবরোধ করে বীরভূমে বিক্ষোভ দেখাল ছাত্ররা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 61

দেবশ্রী মজুমদার, বোলপুর,আশানুরূপ ফল না আসায় বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বইপত্র নিয়ে বিক্ষোভের  পাশাপাশি বোলপুর শ্রীনিকেতন রোডে অবস্থান বিক্ষোভ করে তারা।  

অভিযোগ, স্কুলের ৪০ থেকে ৫০ জন কলা, বিজ্ঞান ও বাণিজ‍্য বিভাগের ছাত্ররা  অসন্তুষ্ট  তাদের প্রাপ্ত নম্বর নিয়ে।  পরিস্থিতি সামাল দিতে পুলিস নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। ঘটনা স্থলে পুলিস এসে পরিস্থিতি  স্বাভাবিক আনার চেষ্টা করে নিয়ন্ত্রণ আনে।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ কার্যকর হচ্ছে না, বিভিন্ন উপায়ে ওবিসিদের আটকে দেওয়ার অভিযোগ, সমাধান কোনপথে? লিখছেন আইআইটি মুম্বাইয়ের গবেষক

উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু জানান যে, ২৩৪ জন ছাত্র আছে এল মধ্যে ৫ জন ছাত্র উত্তীর্ণ হতে পারে নি। পরবর্তীকালে  তাদেরকে  উত্তীর্ণ ঘোষণা করেছে রাজ্য শিক্ষাপর্ষদ।২২ জুলাই রেজাল্ট বের হাওয়ার পর ,২৩ জুলাই এরপর স্কুলের তরফে কলকাতা গিয়ে কাউন্সিল দপ্তর জানিয়ে এসেছি। তাছাড়াও বাইশে জুলাই থেকে পর পর ৩০ জুলাই এবং২ আগষ্ট পর্যন্ত স্কুলের পক্ষ থেকে  ইমেল মারফত জানানো হয়। স্কুলের পক্ষ থেকে যা করণীয় তা স্কুল করেছে। তবে ছাত্রদের ধৈর্য চ‍্যূতি ঘটেছে। তাই বিক্ষোভের পথে হাঁটা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ‍্যে  সম্ভব না প্রাপ্ত নম্বরকে বাড়ানো।

আরও পড়ুন: টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ২০

আরও পড়ুন: হিজরি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাল আরব আমিরাত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেলেনি আশানুরূপ ফল, রাস্তা অবরোধ করে বীরভূমে বিক্ষোভ দেখাল ছাত্ররা

আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, বোলপুর,আশানুরূপ ফল না আসায় বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বইপত্র নিয়ে বিক্ষোভের  পাশাপাশি বোলপুর শ্রীনিকেতন রোডে অবস্থান বিক্ষোভ করে তারা।  

অভিযোগ, স্কুলের ৪০ থেকে ৫০ জন কলা, বিজ্ঞান ও বাণিজ‍্য বিভাগের ছাত্ররা  অসন্তুষ্ট  তাদের প্রাপ্ত নম্বর নিয়ে।  পরিস্থিতি সামাল দিতে পুলিস নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। ঘটনা স্থলে পুলিস এসে পরিস্থিতি  স্বাভাবিক আনার চেষ্টা করে নিয়ন্ত্রণ আনে।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ কার্যকর হচ্ছে না, বিভিন্ন উপায়ে ওবিসিদের আটকে দেওয়ার অভিযোগ, সমাধান কোনপথে? লিখছেন আইআইটি মুম্বাইয়ের গবেষক

উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু জানান যে, ২৩৪ জন ছাত্র আছে এল মধ্যে ৫ জন ছাত্র উত্তীর্ণ হতে পারে নি। পরবর্তীকালে  তাদেরকে  উত্তীর্ণ ঘোষণা করেছে রাজ্য শিক্ষাপর্ষদ।২২ জুলাই রেজাল্ট বের হাওয়ার পর ,২৩ জুলাই এরপর স্কুলের তরফে কলকাতা গিয়ে কাউন্সিল দপ্তর জানিয়ে এসেছি। তাছাড়াও বাইশে জুলাই থেকে পর পর ৩০ জুলাই এবং২ আগষ্ট পর্যন্ত স্কুলের পক্ষ থেকে  ইমেল মারফত জানানো হয়। স্কুলের পক্ষ থেকে যা করণীয় তা স্কুল করেছে। তবে ছাত্রদের ধৈর্য চ‍্যূতি ঘটেছে। তাই বিক্ষোভের পথে হাঁটা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ‍্যে  সম্ভব না প্রাপ্ত নম্বরকে বাড়ানো।

আরও পড়ুন: টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ২০

আরও পড়ুন: হিজরি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাল আরব আমিরাত