১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টোকিও প্যারালিম্পিক ইতিহাস তৈরি করে সেমিফাইনালে ভাবিনা প্যাটেল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার
  • / 10

টোকিও প্যারালিম্পিকে মহিলাদের টেবল টেনিস থেকে পদক জয় নিশ্চিত করলেন ভারতের ভাবিনা প্যাটেল। মহিলাদের টেবল টেনিসে  সিঙ্গলসের ‘ক্লাস-৪’এর সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। এদিন  কোয়ার্টার ফাইনালে ভাবিনা ৩-০ ব্যাবধানে হারালেন বিশ্বের ২ নম্বর– সার্বিয়ান প্রতিপক্ষ বরিস্লাভা পেরিককে।

 এর আগে প্রি-কোয়ার্র্টার ফাইনালে ব্রাজিলিয়ান প্রতিদ্বন্দ্বী জোয়েস দি অলিভিয়েরোকে ৩-০’য় হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভাবিনা।

কোয়ার্টার ফাইনালে ভাবিনা মাত্র ১৮ মিনিটের মধ্যেই স্ট্রেট গেমে ১১-৫– ১১-৬– ১১-৭ ফলে হারালেন বরিস্লাভাকে। ম্যাচে সার্বিয়ান প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। প্রথম গেমটি জিতে নেওয়ার পরেআত্মবিশ্বাসী ভাবিনা পরের দুটি গেমও সহজেই জিতে নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেন। শেষ চারে ভাবিনা লড়বেন চীনের মিয়াও ঝাংয়ের বিরুদ্ধে। সেমিতে  ওঠার পরে ভাবিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে সাই। শুভেচ্ছাবার্তায় বলা হয়– ‘একটি দারুণ ম্যাচ। প্যারালিম্পিকের সেমিফাইনালে পৌঁছে আপনি ইতিহাস সৃষ্টি করলেন।’

ভাবিনা সেমিফাইনালে উঠে গেলেও ব্যর্থ হলেন আর এক ভারতীয় প্যাডলার সোনাল প্যাটেল। দক্ষিণ কোরিয়ার মিগুয়েইয়ের কাছে হেরে গিয়ে এবারের মত টোকিও প্যারালিম্পিক থেকে বিদায় নিলেন তিনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টোকিও প্যারালিম্পিক ইতিহাস তৈরি করে সেমিফাইনালে ভাবিনা প্যাটেল

আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার

টোকিও প্যারালিম্পিকে মহিলাদের টেবল টেনিস থেকে পদক জয় নিশ্চিত করলেন ভারতের ভাবিনা প্যাটেল। মহিলাদের টেবল টেনিসে  সিঙ্গলসের ‘ক্লাস-৪’এর সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। এদিন  কোয়ার্টার ফাইনালে ভাবিনা ৩-০ ব্যাবধানে হারালেন বিশ্বের ২ নম্বর– সার্বিয়ান প্রতিপক্ষ বরিস্লাভা পেরিককে।

 এর আগে প্রি-কোয়ার্র্টার ফাইনালে ব্রাজিলিয়ান প্রতিদ্বন্দ্বী জোয়েস দি অলিভিয়েরোকে ৩-০’য় হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভাবিনা।

কোয়ার্টার ফাইনালে ভাবিনা মাত্র ১৮ মিনিটের মধ্যেই স্ট্রেট গেমে ১১-৫– ১১-৬– ১১-৭ ফলে হারালেন বরিস্লাভাকে। ম্যাচে সার্বিয়ান প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। প্রথম গেমটি জিতে নেওয়ার পরেআত্মবিশ্বাসী ভাবিনা পরের দুটি গেমও সহজেই জিতে নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেন। শেষ চারে ভাবিনা লড়বেন চীনের মিয়াও ঝাংয়ের বিরুদ্ধে। সেমিতে  ওঠার পরে ভাবিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে সাই। শুভেচ্ছাবার্তায় বলা হয়– ‘একটি দারুণ ম্যাচ। প্যারালিম্পিকের সেমিফাইনালে পৌঁছে আপনি ইতিহাস সৃষ্টি করলেন।’

ভাবিনা সেমিফাইনালে উঠে গেলেও ব্যর্থ হলেন আর এক ভারতীয় প্যাডলার সোনাল প্যাটেল। দক্ষিণ কোরিয়ার মিগুয়েইয়ের কাছে হেরে গিয়ে এবারের মত টোকিও প্যারালিম্পিক থেকে বিদায় নিলেন তিনি।