১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বড় সাফল্য, এনসিবি ও নৌ-বাহিনীর যৌথ অভিযানে ভারত মহাসাগর থেকে বাজেয়াপ্ত ২৫হাজার কোটি টাকার মাদক

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত মহাসাগরের একটি জাহাজ থেকে ২৫ হাজার কোটির মাদকদ্রব্য বাজেয়াপ্ত করল মাদকবিরোধী সংস্থা ( অ্যান্টি ড্রাগ এজেন্সি)।  এনসিবি (নারকোটিক্স কট্রোল ব্যুরো) আধিকারিকরা জানিয়েছেন, এনসিবি এবং ভারতীয় নৌবাহিনী মিলিতভাবে মেথামফেটামিন মাদকদ্রব্যগুলি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ২৫২৫ কেজি মাদকের মূল্য ২৫হাজার কোটি। এনসিবি জানিয়েছে, মোট ১৩৪টি প্যাকেটে করে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল। প্যাকেটগুলি গুণতে প্রায় ২৩ ঘণ্টা সময় লেগেছে। এক একটা প্যাকেটে এক কিলো করে মাদকদ্রব্য রাখা ছিল। এক সন্দেহভাজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে। আজ সন্ধ্যায় তাকে আদালতে পেশ করা হবে।

ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় কুমার সিং জানিয়েছেন, অ্যান্টি ড্রাগ এজেন্সি ও নৌ-বাহিনী একযোগে অভিযান চালিয়ে যে মাদকদ্রব্য উদ্ধার করেছে বাজারে আর্থিক মূল্য অনেক বেশি। পাকিস্তান হয়ে ইরানে চাবাহার বন্দর হয়ে এই মাদকদ্রব্যগুলি ভারত মহাসাগরে এসে পৌঁছায়। ছোট নৌকাগুলো বিভিন্ন দেশ থেকে যেত এবং মাদার জাহাজ থেকে চালান সংগ্রহ করত। চালানটি শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারতের জন্য ছিল। একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে”। ডেপুটি ডিরেক্টর জেনারেল সিং জানান, গত বছরের ফেব্রুয়ারিতে অভিযান শুরু হয় এবং অভিযানের অংশ হিসেবে প্রায় ৪ হাজার কেজি বিভিন্ন মাদক বাজেয়াপ্ত করেছে দলটি। ২০২২ এ অ্যান্টি ড্রাগ এজেন্সি ও নৌ-বাহিনী অভিযান চালিয়ে ৫২৯ কেজি হাসিস, ২২১ কেজি মেথামফেটামিন, ১৩ কেজি হেরোইন উদ্ধার করে গুজরাটের বন্দর থেকে। এই মাদকগুলি বালুচিস্তান ও আফগানিস্তান থেকে আসছিল। এই অভিযানের নাম দেওয়া হয় ‘সমুদ্রগুপ্ত’।

আরও পড়ুন: গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মাদক বাজেয়াপ্ত করল এনসিবি, ডার্ক ওয়েবের মাধ্যমে চলত লেনদেন

 

আরও পড়ুন: ৩৯ ক্রু-সহ ভারত মহাসাগরে চিনা নৌকাডুবি  

 

আরও পড়ুন: সিদ্ধ তান্ত্রিক হওয়ার লোভে নাবালিকাকে বলি! হাওড়া জিআরপি ও হরিয়ানা পুলিশের যৌথ তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত

 

 

 

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বড় সাফল্য, এনসিবি ও নৌ-বাহিনীর যৌথ অভিযানে ভারত মহাসাগর থেকে বাজেয়াপ্ত ২৫হাজার কোটি টাকার মাদক

আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত মহাসাগরের একটি জাহাজ থেকে ২৫ হাজার কোটির মাদকদ্রব্য বাজেয়াপ্ত করল মাদকবিরোধী সংস্থা ( অ্যান্টি ড্রাগ এজেন্সি)।  এনসিবি (নারকোটিক্স কট্রোল ব্যুরো) আধিকারিকরা জানিয়েছেন, এনসিবি এবং ভারতীয় নৌবাহিনী মিলিতভাবে মেথামফেটামিন মাদকদ্রব্যগুলি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ২৫২৫ কেজি মাদকের মূল্য ২৫হাজার কোটি। এনসিবি জানিয়েছে, মোট ১৩৪টি প্যাকেটে করে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল। প্যাকেটগুলি গুণতে প্রায় ২৩ ঘণ্টা সময় লেগেছে। এক একটা প্যাকেটে এক কিলো করে মাদকদ্রব্য রাখা ছিল। এক সন্দেহভাজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে। আজ সন্ধ্যায় তাকে আদালতে পেশ করা হবে।

ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় কুমার সিং জানিয়েছেন, অ্যান্টি ড্রাগ এজেন্সি ও নৌ-বাহিনী একযোগে অভিযান চালিয়ে যে মাদকদ্রব্য উদ্ধার করেছে বাজারে আর্থিক মূল্য অনেক বেশি। পাকিস্তান হয়ে ইরানে চাবাহার বন্দর হয়ে এই মাদকদ্রব্যগুলি ভারত মহাসাগরে এসে পৌঁছায়। ছোট নৌকাগুলো বিভিন্ন দেশ থেকে যেত এবং মাদার জাহাজ থেকে চালান সংগ্রহ করত। চালানটি শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারতের জন্য ছিল। একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে”। ডেপুটি ডিরেক্টর জেনারেল সিং জানান, গত বছরের ফেব্রুয়ারিতে অভিযান শুরু হয় এবং অভিযানের অংশ হিসেবে প্রায় ৪ হাজার কেজি বিভিন্ন মাদক বাজেয়াপ্ত করেছে দলটি। ২০২২ এ অ্যান্টি ড্রাগ এজেন্সি ও নৌ-বাহিনী অভিযান চালিয়ে ৫২৯ কেজি হাসিস, ২২১ কেজি মেথামফেটামিন, ১৩ কেজি হেরোইন উদ্ধার করে গুজরাটের বন্দর থেকে। এই মাদকগুলি বালুচিস্তান ও আফগানিস্তান থেকে আসছিল। এই অভিযানের নাম দেওয়া হয় ‘সমুদ্রগুপ্ত’।

আরও পড়ুন: গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মাদক বাজেয়াপ্ত করল এনসিবি, ডার্ক ওয়েবের মাধ্যমে চলত লেনদেন

 

আরও পড়ুন: ৩৯ ক্রু-সহ ভারত মহাসাগরে চিনা নৌকাডুবি  

 

আরও পড়ুন: সিদ্ধ তান্ত্রিক হওয়ার লোভে নাবালিকাকে বলি! হাওড়া জিআরপি ও হরিয়ানা পুলিশের যৌথ তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত