১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট, ২-১ এগিয়ে থেকে সিরিজ জয় বিরাট বাহিনীর
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার
- / 27
পুবের কলম ওয়েবডেস্কঃ আশঙ্কা তো ছিলই আগে থেকেই। বৃহস্পতিবার রাত থেকেই এই নিয়ে চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত বাতিলই করে দেওয়া হল ম্যাঞ্চেস্টার টেস্ট।আজ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল পঞ্চম টেস্ট। ইংল্যান্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন।
ইসিবি বিবৃতি জারি করে জানিয়েছে ভারত মাঠে দল নামাতে পারছেনা, তাই বাতিল করা হল এই পঞ্চম টেস্ট। ওভালে ঐতিহাসিক টেস্ট জয়ের ফলে এমনিতেই ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার ফলে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের অনন্য নজির স্পর্শ করল বিরাট কোহলির ভারত।
Tag :
Canceled Manchester Test