পুবের কলম, ওয়েবডেস্কঃ পরের আইপিএলে নতুন ২টি দলের সংযোজন করবে বিসিসিআই। যার প্রস্তুতি অনেক আগেই নিতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২২ সাল থেকে ১০ দলের আইপিএলের আয়োজন করবে বোর্ড। নিলামের মাধ্যমেই নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেবে বোর্ড। দল কিনতে হলে কমপক্ষে ২০০০ কোটি টাকা প্রস্তুত রাখতে হবে যে কোনও ফ্র্যাঞ্চাইজি দলকে। অর্থাৎ নতুন দলের বেস প্রাইস শুরু ২ হাজার কোটি টাকা থেকে। জানা গিয়েছে, আদানি এবং গোয়েঙ্কা আগ্রহ দেখাচ্ছে আইপিএলে দল কিনতে। বেস প্রাইজ ২ হাজার কোটি টাকা হলেও, বছরে ৩ হাজার কোটি টাকা টার্নওভার দেখাতে হবে সেই ফ্র্যাঞ্চাইজি দলকে। তা হলেই তারা আইপিএলের নিলামে অংশগ্রহণ করতে পারবে। বিড পেপার তুলতে খরচ করতে হবে ৭৫ কোটি টাকা। বিসিসিআই কর্তারা আগে ভেবেছিলেন, ১৭০০ কোটি টাকা থেকে শুরু হবে বেস প্রাইস। পরে তা বাড়িয়ে ২০০০ কোটি টাকা করা হচ্ছে।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আইপিএলে দল কিনতে ২ হাজার কোটি টাকা লাগবে
-
সুস্মিতা - আপডেট : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার
- 48
ট্যাগ :
It will cost Tk 2
সর্বধিক পাঠিত





































