১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোভিড পজিটিভ রবি শাস্ত্রী, আইসোলেশনে চার সাপোর্ট স্টাফ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের করোনা আতঙ্ক ভারতীয় শিবিরে। ল্যাটারাল ফ্লো টেস্টে করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এল ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর।

এর ফলে রবি শাস্ত্রী, বোলিং কোচ বি অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিওথেরাপিস্ট নীতিন প্যাটেলকে আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে গতকাল সন্ধ্যায় ভারতীয় দলের হেড কোচ  রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাস্ত্রী, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিয়োথেরাপিস্ট নীতিন প্যাটেলকে আইসোলেশনে  রেখেছে বিসিসিআই মে়ডিকেল টিম”

ওই চারজন দলের সঙ্গে ওভালে আসেননি। তাদের আরটিপিসিআর  পরীক্ষা করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে আপাতত শাস্ত্রীরা হোটেলে থাকবেন এবং বোর্ডের মেডিকেল টিম সবুজ সঙ্কেত না দেওয়া পর্যন্ত তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারবেননা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোভিড পজিটিভ রবি শাস্ত্রী, আইসোলেশনে চার সাপোর্ট স্টাফ

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের করোনা আতঙ্ক ভারতীয় শিবিরে। ল্যাটারাল ফ্লো টেস্টে করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এল ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর।

এর ফলে রবি শাস্ত্রী, বোলিং কোচ বি অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিওথেরাপিস্ট নীতিন প্যাটেলকে আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে গতকাল সন্ধ্যায় ভারতীয় দলের হেড কোচ  রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাস্ত্রী, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিয়োথেরাপিস্ট নীতিন প্যাটেলকে আইসোলেশনে  রেখেছে বিসিসিআই মে়ডিকেল টিম”

ওই চারজন দলের সঙ্গে ওভালে আসেননি। তাদের আরটিপিসিআর  পরীক্ষা করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে আপাতত শাস্ত্রীরা হোটেলে থাকবেন এবং বোর্ডের মেডিকেল টিম সবুজ সঙ্কেত না দেওয়া পর্যন্ত তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারবেননা।