১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জোড়া গোল করে ইতিহাসের পাতায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সুস্মিতা
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্কঃ জাতীয় দলের জার্সি গায়ে জোড়া গোল করে ইতিহাসের পাতায় নাম লেখানে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। একটা সময় পেনাল্টি মিস করে দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিলেন রোনাল্ডো।তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোড়া গোল করে ইতিহাস তো গড়লেনই সেইসঙ্গে পর্তুগালকে জয় এনে দিলেন ২-১ ব্যবধানে। এর ফলে রোনাল্ডো দেশের হয়ে ১১১টি গোল করলেন। এর আগে রেকর্ডটি যৌথভাবে ইরানের প্রাক্তন ফুটবলার আলী দাইয়ের সঙ্গে ছিল রোনাল্ডোর। তাঁর গোল ১০৯টি। এবার এককভাবে ইতিহাসের পাতায় নাম লেখালেন সিআরসেভেন।রোনাল্ডো আলি দাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পান ম্যাচের শুরুতেই। দল পায় পেনাল্টি, কিন্তু রোনাল্ডোর দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গ্যাভিন বাজুনু। কর্নার থেকেই দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান জন ইগান। অবশেষে ৮৯তম মিনিটে গঞ্জালো গেদেসের ক্রসে লাফিয়ে হেড দিয়ে বল জালে পাঠান রোনাল্ডো। দল ফেরে সমতায়, হয়ে যায় তার আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। পরে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মিলে গেল জয়সূচক গোল। উল্লাসে ভাসলেন রোনাল্ডো। উদযাপনে মেতে উঠল পুরো পর্তুগাল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোড়া গোল করে ইতিহাসের পাতায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ জাতীয় দলের জার্সি গায়ে জোড়া গোল করে ইতিহাসের পাতায় নাম লেখানে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। একটা সময় পেনাল্টি মিস করে দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিলেন রোনাল্ডো।তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোড়া গোল করে ইতিহাস তো গড়লেনই সেইসঙ্গে পর্তুগালকে জয় এনে দিলেন ২-১ ব্যবধানে। এর ফলে রোনাল্ডো দেশের হয়ে ১১১টি গোল করলেন। এর আগে রেকর্ডটি যৌথভাবে ইরানের প্রাক্তন ফুটবলার আলী দাইয়ের সঙ্গে ছিল রোনাল্ডোর। তাঁর গোল ১০৯টি। এবার এককভাবে ইতিহাসের পাতায় নাম লেখালেন সিআরসেভেন।রোনাল্ডো আলি দাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পান ম্যাচের শুরুতেই। দল পায় পেনাল্টি, কিন্তু রোনাল্ডোর দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গ্যাভিন বাজুনু। কর্নার থেকেই দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান জন ইগান। অবশেষে ৮৯তম মিনিটে গঞ্জালো গেদেসের ক্রসে লাফিয়ে হেড দিয়ে বল জালে পাঠান রোনাল্ডো। দল ফেরে সমতায়, হয়ে যায় তার আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। পরে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মিলে গেল জয়সূচক গোল। উল্লাসে ভাসলেন রোনাল্ডো। উদযাপনে মেতে উঠল পুরো পর্তুগাল।