০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উদয়পুরের স্কুলে দলিত ছাত্রীরা খাবার পরিবেশন করায়, ছাত্রদের  থালা ছুঁড়ে ফেলে দেওয়ার নির্দেশ, গ্রেফতার  রাঁধুনি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 20

প্রতীকী ছবি

 পুবের কলম ওয়েবডেস্কঃ :রাজস্থানের উদয়পুরের  একটি সরকারি স্কুলে দুই দলিত ছাত্রীর  সঙ্গে বৈষম্যের অভিযোগে একজন বাবুর্চিকে গ্রেপ্তার করা হয়েছে, শনিবার  উদয়পুর পুলিশ এই কথা  জানিয়েছে। জানা যাচ্ছে ওই দলিত ছাত্রীরা বারোদি এলাকার একটি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের দুপুরের খাবার পরিবেশন করে। স্কুলের রাঁধুনি লালা রাম গুর্জার দলিত ছাত্রীদের “এতবড় স্পর্ধা” মোটেও ভালোভাবে নেননি। অভিযোগ এরপর তিনি ছাত্রদের খাবার থালা ছুঁড়ে ফেলা দেওয়ার নির্দেশ দেন।

ছাত্ররাও রাঁধুনির নির্দেশ মেনে ছুঁড়ে ফেলে দেয় দলিত ছাত্রীদের দ্বারা পরিবেশিত  খাবারের থালা।   অপমানিত ছাত্রীরা এরপর বাড়ি ফিরে গিয়ে সমস্ত ঘটনা জানায় তাদের অভিভাবকদের। তাঁরা স্কুলে এসে ওই রাঁধুনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  “রাঁধুনি তার পছন্দের উচ্চ বর্ণের ছাত্রদের দ্বারা খাবার পরিবেশন করতেন কিন্তু শুক্রবার , একজন শিক্ষক দলিত মেয়েদের খাবার পরিবেশন করতে বলেছিলেন কারণ ওই ছাত্রীরা খাবার পরিবেশনের সময় বৈষম্যের অভিযোগ করেছিল”  ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায়  দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি স্কুলে জোর করে খোলানো হল ২ দলিত ছাত্রীর ইউনিফর্ম! সাসপেন্ড ২ শিক্ষিকা

দলিত মেয়েরা খাবার পরিবেশন করায় ছাত্ররা সেই খাবারের থালা  ছুড়ে ফেলে দেয়।পুলিশ জানিয়েছে, এসসি এবং এসটি প্রতিরোধ (অত্যাচার প্রতিরোধ) আইনে রাঁধুনির  বিরুদ্ধে গোগুন্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতার করা হয়েছে ওই রাঁধুনিকে

উল্লেখ্য জাতপাত, অস্পৃশতার মত ঘটনা রাজস্থান, উত্তরপ্রদেশে প্রায়শই সংবাদশিরোনামে উঠে আসে।  কিছুদিন আগেই তৃতীয় শ্রেণীর দলিত পড়ুয়া জলের পাত্র ছুঁয়ে দেওয়ার ফলে তাকে বেধড়ক মারধর করেন শিক্ষক। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় সেই পড়ুয়ার। ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উদয়পুরের স্কুলে দলিত ছাত্রীরা খাবার পরিবেশন করায়, ছাত্রদের  থালা ছুঁড়ে ফেলে দেওয়ার নির্দেশ, গ্রেফতার  রাঁধুনি

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার

 পুবের কলম ওয়েবডেস্কঃ :রাজস্থানের উদয়পুরের  একটি সরকারি স্কুলে দুই দলিত ছাত্রীর  সঙ্গে বৈষম্যের অভিযোগে একজন বাবুর্চিকে গ্রেপ্তার করা হয়েছে, শনিবার  উদয়পুর পুলিশ এই কথা  জানিয়েছে। জানা যাচ্ছে ওই দলিত ছাত্রীরা বারোদি এলাকার একটি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের দুপুরের খাবার পরিবেশন করে। স্কুলের রাঁধুনি লালা রাম গুর্জার দলিত ছাত্রীদের “এতবড় স্পর্ধা” মোটেও ভালোভাবে নেননি। অভিযোগ এরপর তিনি ছাত্রদের খাবার থালা ছুঁড়ে ফেলা দেওয়ার নির্দেশ দেন।

ছাত্ররাও রাঁধুনির নির্দেশ মেনে ছুঁড়ে ফেলে দেয় দলিত ছাত্রীদের দ্বারা পরিবেশিত  খাবারের থালা।   অপমানিত ছাত্রীরা এরপর বাড়ি ফিরে গিয়ে সমস্ত ঘটনা জানায় তাদের অভিভাবকদের। তাঁরা স্কুলে এসে ওই রাঁধুনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  “রাঁধুনি তার পছন্দের উচ্চ বর্ণের ছাত্রদের দ্বারা খাবার পরিবেশন করতেন কিন্তু শুক্রবার , একজন শিক্ষক দলিত মেয়েদের খাবার পরিবেশন করতে বলেছিলেন কারণ ওই ছাত্রীরা খাবার পরিবেশনের সময় বৈষম্যের অভিযোগ করেছিল”  ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায়  দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি স্কুলে জোর করে খোলানো হল ২ দলিত ছাত্রীর ইউনিফর্ম! সাসপেন্ড ২ শিক্ষিকা

দলিত মেয়েরা খাবার পরিবেশন করায় ছাত্ররা সেই খাবারের থালা  ছুড়ে ফেলে দেয়।পুলিশ জানিয়েছে, এসসি এবং এসটি প্রতিরোধ (অত্যাচার প্রতিরোধ) আইনে রাঁধুনির  বিরুদ্ধে গোগুন্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতার করা হয়েছে ওই রাঁধুনিকে

উল্লেখ্য জাতপাত, অস্পৃশতার মত ঘটনা রাজস্থান, উত্তরপ্রদেশে প্রায়শই সংবাদশিরোনামে উঠে আসে।  কিছুদিন আগেই তৃতীয় শ্রেণীর দলিত পড়ুয়া জলের পাত্র ছুঁয়ে দেওয়ার ফলে তাকে বেধড়ক মারধর করেন শিক্ষক। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় সেই পড়ুয়ার। ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হল।