২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

আইভি আদক, হাওড়া:  গুরু পূর্ণিমায় ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে। সোমবার শ্রদ্ধার সঙ্গে পালিত হয় গুরু পূর্ণিমা। দীক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন অগণিত ভক্ত বেলুড় মঠে উপস্থিত হন। বিশেষ এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনে তাঁরা স্বশরীরে বেলুড় মঠে এসে দীক্ষা গুরুকে প্রণাম নিবেদন করেন। পুজো করেন। এবং দীক্ষাগুরুর আশীর্বাদ নেন।

গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

আরও পড়ুন: বসন্তের রঙে রাঙা বেলুড়: শহরেই পলাশের স্বপ্নরাজ্য

এই উপলক্ষে বেলুড় মঠের মহারাজেরা ভক্তদের প্রণাম নেন ও আশীর্বাদ দেন। এদিন ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বেলুড় মঠের গেটে। সাদা পদ্ম নিয়ে ভক্তরা এসেছিলেন গুরু দর্শন, প্রণাম ও আশীর্বাদ গ্রহণের জন্য।

আরও পড়ুন: প্রয়াত স্বামী স্মরণানন্দ: শেষ শ্রদ্ধা জানাতে বেলুড়ে অগণিত ভক্ত

মঠের নিয়মমতো প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজরাই দীক্ষা দিতে পারেন। সেইমতো মঠের প্রেসিডেন্ট মহারাজ এবং অন্যরাও প্রণাম গ্রহণ করেন। যাঁরা ভক্তদের দীক্ষা দিয়েছেন তাঁরা এই দিনে ভক্তদের দ্বারা পুজিত হন। সেই ঐতিহ্য এখনও বেলুড় মঠে চলে আসছে।

আরও পড়ুন: ‘সংক্রান্তির সকালে বেলুড় মঠে সিভি আনন্দ বোস!

 

 
সর্বধিক পাঠিত

বাম শাসিত কেরলে বাদ গেল ২৪ লক্ষ নাম, ১৪ লক্ষ ভোটারই অনুপস্থিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার

আইভি আদক, হাওড়া:  গুরু পূর্ণিমায় ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে। সোমবার শ্রদ্ধার সঙ্গে পালিত হয় গুরু পূর্ণিমা। দীক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন অগণিত ভক্ত বেলুড় মঠে উপস্থিত হন। বিশেষ এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনে তাঁরা স্বশরীরে বেলুড় মঠে এসে দীক্ষা গুরুকে প্রণাম নিবেদন করেন। পুজো করেন। এবং দীক্ষাগুরুর আশীর্বাদ নেন।

গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

আরও পড়ুন: বসন্তের রঙে রাঙা বেলুড়: শহরেই পলাশের স্বপ্নরাজ্য

এই উপলক্ষে বেলুড় মঠের মহারাজেরা ভক্তদের প্রণাম নেন ও আশীর্বাদ দেন। এদিন ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বেলুড় মঠের গেটে। সাদা পদ্ম নিয়ে ভক্তরা এসেছিলেন গুরু দর্শন, প্রণাম ও আশীর্বাদ গ্রহণের জন্য।

আরও পড়ুন: প্রয়াত স্বামী স্মরণানন্দ: শেষ শ্রদ্ধা জানাতে বেলুড়ে অগণিত ভক্ত

মঠের নিয়মমতো প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজরাই দীক্ষা দিতে পারেন। সেইমতো মঠের প্রেসিডেন্ট মহারাজ এবং অন্যরাও প্রণাম গ্রহণ করেন। যাঁরা ভক্তদের দীক্ষা দিয়েছেন তাঁরা এই দিনে ভক্তদের দ্বারা পুজিত হন। সেই ঐতিহ্য এখনও বেলুড় মঠে চলে আসছে।

আরও পড়ুন: ‘সংক্রান্তির সকালে বেলুড় মঠে সিভি আনন্দ বোস!