০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাগরদিঘী তে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ জুন ২০২২, রবিবার
  • / 48

 

সাহিন হোসেন, সাগরদিঘি, মুর্শিদাবাদ

আরও পড়ুন: সাবধান! পুরুষের তুলনায় নারীদের কান খাড়া! প্রমাণিত গবেষণায়

সাগরদিঘী  উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাগরদিঘীর চোরদিঘী কুমুড্ডায় আদিবাসীদের  নিয়ে  আয়োজিত হল সচেতনতামূলক একটি শিবির।  এলাকার মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার সম্পর্কে অবগত করা পাশাপাশি তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য । ক্যাম্পে উপস্থিত ছিলেন চোরদিঘির বিশিষ্ট ব্যক্তি সমর দাস  এবং সমাজসেবী মজির হোসেন।এদিন এলাকার মহিলাদের হাতে তুলে দেওয়া হয় ‘স্যানিটারি ন্যাপকিন’ ও একটি করে ‘চারাগাছ’। ট্রাস্টের সভাপতি রাধারানী দাস জানান যে তারা মূলত বিভিন্ন আদিবাসী গ্রামে এরকম ক্যাম্প প্রায়ই করে বুঝতে পারেন এবিষয়ে মানুষ এখনো অনেকটাই অসচেতন যার ফলে  বিভিন্ন সমস্যার মুখে তাদেরকে পড়তে হয়।তাই  সচেতনতামূলক ক্যাম্পের  উদ্যোগ নেওয়া হয়েছে। আবার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, কোষাধ্যক্ষ মির্জা জজবুল জানান যে পরিবেশ রক্ষায় গাছের  প্রয়োজনীয়তার বার্তা  পৌঁছে দেওয়া ও মানুষকে পরিবেশ সম্পর্কে আরও সচেতন করে তোলা তাদের লক্ষ্যমাত্রা।

আরও পড়ুন: উৎসবে সিল্কের শাড়ি আপনাকে আরও সুন্দর করে তুলবে, কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাগরদিঘী তে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ

আপডেট : ১২ জুন ২০২২, রবিবার

 

সাহিন হোসেন, সাগরদিঘি, মুর্শিদাবাদ

আরও পড়ুন: সাবধান! পুরুষের তুলনায় নারীদের কান খাড়া! প্রমাণিত গবেষণায়

সাগরদিঘী  উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাগরদিঘীর চোরদিঘী কুমুড্ডায় আদিবাসীদের  নিয়ে  আয়োজিত হল সচেতনতামূলক একটি শিবির।  এলাকার মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার সম্পর্কে অবগত করা পাশাপাশি তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য । ক্যাম্পে উপস্থিত ছিলেন চোরদিঘির বিশিষ্ট ব্যক্তি সমর দাস  এবং সমাজসেবী মজির হোসেন।এদিন এলাকার মহিলাদের হাতে তুলে দেওয়া হয় ‘স্যানিটারি ন্যাপকিন’ ও একটি করে ‘চারাগাছ’। ট্রাস্টের সভাপতি রাধারানী দাস জানান যে তারা মূলত বিভিন্ন আদিবাসী গ্রামে এরকম ক্যাম্প প্রায়ই করে বুঝতে পারেন এবিষয়ে মানুষ এখনো অনেকটাই অসচেতন যার ফলে  বিভিন্ন সমস্যার মুখে তাদেরকে পড়তে হয়।তাই  সচেতনতামূলক ক্যাম্পের  উদ্যোগ নেওয়া হয়েছে। আবার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, কোষাধ্যক্ষ মির্জা জজবুল জানান যে পরিবেশ রক্ষায় গাছের  প্রয়োজনীয়তার বার্তা  পৌঁছে দেওয়া ও মানুষকে পরিবেশ সম্পর্কে আরও সচেতন করে তোলা তাদের লক্ষ্যমাত্রা।

আরও পড়ুন: উৎসবে সিল্কের শাড়ি আপনাকে আরও সুন্দর করে তুলবে, কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ