০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতসকালেই বিপত্তি,  সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে  বেরিয়ে  গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি 

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 40

 

আইভি আদক, হাওড়া:  শনিবার পূর্বেরেলের তারকেশ্বর হাওড়া লাইনের পর রবিবার বিভ্রাট ঘটল দক্ষিণ-পূর্ব রেলে। দুটি কামরার কাপলিং খুলে সাতসকালেই অঘটন ঘটল ইস্পাত এক্সপ্রেসে।বাকসারা গেট পেরোনোর সময় দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়। তার জেরে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি। বাকি কামরা রয়ে যায়  সাঁতরাগাছিতে।

আরও পড়ুন: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম

 

আরও পড়ুন: ভোরবেলা পা রাখলেন হাওড়ায়,৬ দিনের কলকাতা সফরে সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

সাতসকালেই বিপত্তি,  সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে  বেরিয়ে  গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি 

আরও পড়ুন: চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে গুয়াহাটি ট্রেন

রবিবার সকাল ৮ টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ বাকসারা জানাগেটের কাছে খুলে যায় দুটি বগির কাপলিং। সেই সময় ট্রেনের গতি কম থাকলেও আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেনটি সকাল ৯টা ২৫ নাগাদ নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশে। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে দক্ষিণ-পূর্ব রেল। এরফলে দীর্ঘ দুঘণ্টা বাদে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয় ইস্পাত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাতসকালেই বিপত্তি,  সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে  বেরিয়ে  গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি 

আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার

 

আইভি আদক, হাওড়া:  শনিবার পূর্বেরেলের তারকেশ্বর হাওড়া লাইনের পর রবিবার বিভ্রাট ঘটল দক্ষিণ-পূর্ব রেলে। দুটি কামরার কাপলিং খুলে সাতসকালেই অঘটন ঘটল ইস্পাত এক্সপ্রেসে।বাকসারা গেট পেরোনোর সময় দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়। তার জেরে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি। বাকি কামরা রয়ে যায়  সাঁতরাগাছিতে।

আরও পড়ুন: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম

 

আরও পড়ুন: ভোরবেলা পা রাখলেন হাওড়ায়,৬ দিনের কলকাতা সফরে সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

সাতসকালেই বিপত্তি,  সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে  বেরিয়ে  গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি 

আরও পড়ুন: চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে গুয়াহাটি ট্রেন

রবিবার সকাল ৮ টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ বাকসারা জানাগেটের কাছে খুলে যায় দুটি বগির কাপলিং। সেই সময় ট্রেনের গতি কম থাকলেও আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেনটি সকাল ৯টা ২৫ নাগাদ নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশে। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে দক্ষিণ-পূর্ব রেল। এরফলে দীর্ঘ দুঘণ্টা বাদে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয় ইস্পাত।