১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন ডাম্পার উল্টে দুর্ঘটনা, হতাহতের খবর নেই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার
  • / 68

পুবের কলম ওয়েবডেস্কঃ হাওড়ার সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন সমেত ডাম্পার উল্টে দুর্ঘটনা ঘটল। তবে, দুর্ঘটনায় কোনও অভিযোগ হতাহতের খবর নেই। শনিবার দ্বিতীয় হুগলি সেতু অভিমুখে কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন ডাম্পার উল্টে দুর্ঘটনা, হতাহতের খবর নেই

সাঁতরাগাছির মোড়ের কাছে উল্টে যায় হাইড্রা ক্রেন সহ  ডাম্পার। এরপর সেটি এসে পড়ে দুটি গাড়ির উপরে। পুলিশ এসে ক্রেন দিয়ে ওই ডাম্পারটিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু উল্টোদিকের লেনে কিভাবে হাইড্রা ক্রেন সমেত ডাম্পারটি প্রবেশ করলো তা বোঝার জন্য সিসিটিভি ফুটেজ দেখার কথা জানা যাচ্ছে সাঁতরাগাছির ট্রাফিক গার্ডের সূত্র থেকে।সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন ডাম্পার উল্টে দুর্ঘটনা, হতাহতের খবর নেই

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

 

আরও পড়ুন: সাতসকালেই বিপত্তি,  সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে  বেরিয়ে  গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি 

দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক জানান, তাঁর গাড়ি দাঁড়িয়েছিল নির্দিষ্ট লেনে। বাঁদিকে একটি লরিও দাঁড়িয়েছিল। সেই লরিটি এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ ওই হাইড্রা ক্রেন সমেত ডাম্পারটি তার লেনে ঢুকে পড়ে আচমকা উল্টে যায়। ডাম্পারের চালকের আসনের অংশটি তার গাড়ির উপরে এসে পড়ে। তিনি হাওড়া স্টেশন থেকে সলপের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ট্যাক্সির যাত্রীদের কোনো আঘাত না লাগলেও ঘটনা ঘটার পরেই ক্রেন ও ডাম্পারের চালক ও খালাসি পালিয়ে যায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কোনা এক্সপ্রেসওয়ের দুই অভিমুখেই তীব্র যানজটের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত ঘটনার খুঁটিনাটি জানার চেষ্টা করছে হাওড়া সিটি পুলিশ।

আরও পড়ুন: চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে গুয়াহাটি ট্রেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন ডাম্পার উল্টে দুর্ঘটনা, হতাহতের খবর নেই

আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হাওড়ার সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন সমেত ডাম্পার উল্টে দুর্ঘটনা ঘটল। তবে, দুর্ঘটনায় কোনও অভিযোগ হতাহতের খবর নেই। শনিবার দ্বিতীয় হুগলি সেতু অভিমুখে কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন ডাম্পার উল্টে দুর্ঘটনা, হতাহতের খবর নেই

সাঁতরাগাছির মোড়ের কাছে উল্টে যায় হাইড্রা ক্রেন সহ  ডাম্পার। এরপর সেটি এসে পড়ে দুটি গাড়ির উপরে। পুলিশ এসে ক্রেন দিয়ে ওই ডাম্পারটিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু উল্টোদিকের লেনে কিভাবে হাইড্রা ক্রেন সমেত ডাম্পারটি প্রবেশ করলো তা বোঝার জন্য সিসিটিভি ফুটেজ দেখার কথা জানা যাচ্ছে সাঁতরাগাছির ট্রাফিক গার্ডের সূত্র থেকে।সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন ডাম্পার উল্টে দুর্ঘটনা, হতাহতের খবর নেই

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

 

আরও পড়ুন: সাতসকালেই বিপত্তি,  সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে  বেরিয়ে  গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি 

দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক জানান, তাঁর গাড়ি দাঁড়িয়েছিল নির্দিষ্ট লেনে। বাঁদিকে একটি লরিও দাঁড়িয়েছিল। সেই লরিটি এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ ওই হাইড্রা ক্রেন সমেত ডাম্পারটি তার লেনে ঢুকে পড়ে আচমকা উল্টে যায়। ডাম্পারের চালকের আসনের অংশটি তার গাড়ির উপরে এসে পড়ে। তিনি হাওড়া স্টেশন থেকে সলপের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ট্যাক্সির যাত্রীদের কোনো আঘাত না লাগলেও ঘটনা ঘটার পরেই ক্রেন ও ডাম্পারের চালক ও খালাসি পালিয়ে যায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কোনা এক্সপ্রেসওয়ের দুই অভিমুখেই তীব্র যানজটের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত ঘটনার খুঁটিনাটি জানার চেষ্টা করছে হাওড়া সিটি পুলিশ।

আরও পড়ুন: চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে গুয়াহাটি ট্রেন