১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে আট হাজার কোটির ক্লাব পিএসজিকে রুখে দিল ১৩০ কোটির ব্রুজ

সুস্মিতা
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্কঃ লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে প্রথমবারের মতো একসঙ্গে নেমেছিলেন পিএসজির হয়ে। অনেকেই মনে করেছিলেন, গোলবন্যায় হয়তো উড়েই যাবে প্রতিপক্ষ। কিন্তু বাস্তবের মাটিতে ঘটলো ঠিক উল্টোটাই। মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী একটা গোলও পেলেন না। ৯ হাজার কোটির পিএসজিকে রুখে দিল ১৪০ কোটির ব্রুজ। তারকা ঠাসা পিএসজির দলটির বর্তমান দলবদলে মূল্য ভারতীয় অর্থমূল্য প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। সেখানে ১৩০ কোটি টাকার পুচকে ক্লাব ব্রুজের বিপক্ষে হোচট খেল ফরাসিরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করে ইউরোপ শ্রেষ্ঠত্বে অভিযান শুরু করেছে ফরাসি ক্লাব পিএসজি। ম্যাচের মাত্র ১৫ মিনিটেই আক্রমণভাগের বাঁ প্রান্ত থেকে এমবাপ্পের ক্রসে গোল করেন পিএসজিকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এরেরা। এরপর ইউক্রেনিয়ান লেফটব্যাক এদুয়ার্দ সোবোলের সহায়তায় ম্যাচের ২৭ মিনিটেই দলকে সমতায় ফেরান ব্রুজেসের অধিনায়ক, বেলজিয়ান মিডফিল্ডার হান্স ভানাকেন। গোল করার পরও বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল উভয় দল।কিন্তু কেউই তা কাজে লাগাতে পারেনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাড়ে আট হাজার কোটির ক্লাব পিএসজিকে রুখে দিল ১৩০ কোটির ব্রুজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে প্রথমবারের মতো একসঙ্গে নেমেছিলেন পিএসজির হয়ে। অনেকেই মনে করেছিলেন, গোলবন্যায় হয়তো উড়েই যাবে প্রতিপক্ষ। কিন্তু বাস্তবের মাটিতে ঘটলো ঠিক উল্টোটাই। মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী একটা গোলও পেলেন না। ৯ হাজার কোটির পিএসজিকে রুখে দিল ১৪০ কোটির ব্রুজ। তারকা ঠাসা পিএসজির দলটির বর্তমান দলবদলে মূল্য ভারতীয় অর্থমূল্য প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। সেখানে ১৩০ কোটি টাকার পুচকে ক্লাব ব্রুজের বিপক্ষে হোচট খেল ফরাসিরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করে ইউরোপ শ্রেষ্ঠত্বে অভিযান শুরু করেছে ফরাসি ক্লাব পিএসজি। ম্যাচের মাত্র ১৫ মিনিটেই আক্রমণভাগের বাঁ প্রান্ত থেকে এমবাপ্পের ক্রসে গোল করেন পিএসজিকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এরেরা। এরপর ইউক্রেনিয়ান লেফটব্যাক এদুয়ার্দ সোবোলের সহায়তায় ম্যাচের ২৭ মিনিটেই দলকে সমতায় ফেরান ব্রুজেসের অধিনায়ক, বেলজিয়ান মিডফিল্ডার হান্স ভানাকেন। গোল করার পরও বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল উভয় দল।কিন্তু কেউই তা কাজে লাগাতে পারেনি।