পুবের কলম ওয়েবডেস্ক : হেডিংলি টেস্টের প্রথম দিনে অ্যান্ডারসনের বোলিংয়ে কুপোকাত ভারতীয় ব্যাটিং। মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যাবার পর ভারত যখন বোলিং করতে আসে, তখন লংয়ে ফিল্ডিং করতে থাকা মুহাম্মদ সিরাজকে লক্ষ্য করে গ্যালারি থেকে কিছু ব্রিটিশ জনতা একটি প্লাস্টিকের বল ছুড়ে মারেন। ফিল্ডিংয়ে বিঘ্ন ঘটানোর জন্য সিরাজের প্রতি ইংরেজ জনতার এমন ব্যবহার। পুরো বিষয়টি লক্ষ্য করেন ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ। তিনি জানান ক্যাপ্টেন বিরাট কোহলিকে। তৎক্ষণাৎ ভারত অধিনায়ক সিরাজকে নির্দেশ দেন সেই প্লাস্টিকের বলটি গ্যালারিতে ছুড়ে দিতে। পুরো ঘটনাটিতে ভীষণ অসন্তুষ্ট ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে গোটা ভারতীয় ব্রিগেড। ঘটনাটি সম্পর্কে পন্থ বলেন, ‘গ্যালারি থেকে কেউ একজন একটি বল ছুড়ে মারে সিরাজকে উদ্দেশ্য করে। গোটা ঘটনায় বিরাট কোহলি ভীষণ ক্রুদ্ধ।’ সঙ্গে পন্থ এও বলেন, ‘তোমার কিছু বক্তব্য থাকতে পারে কিন্তু ফিল্ডারকে কোন কিছু ছুড়ে মারা এটা ক্রিকেটের জন্য একেবারেই ঠিক নয়।’ উল্লেখ্য, এর আগেও অস্ট্রেলিয়াতে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন মুহাম্মদ সিরাজ। লর্ডসে দ্বিতীয় টেস্টে সিরাজের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সিরাজের প্রতি অভব্য আচরণ, বল ছুড়ে মারলেন ইংরেজ দর্শক
-
সুস্মিতা - আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
- 115
সর্বধিক পাঠিত





































