০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল অঙ্কের কর ফাঁকি, অর্পিতার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার
  • / 22

 

 

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

পুবের কলম ওয়েবডেস্কঃ কসবায় রাজডাঙা মেন রোডে অর্পিতা মুখোপাধ্যায়ের ইচ্ছে বাড়িটি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ইচ্ছে বাড়িটি তৈরি হয়েছে অবৈধ ভাবে এর সঙ্গে প্রচুর টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ কটাক্ষ ফিরহাদ হাকিমের

 

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

৯৫ রাজডাঙা মেন রোডের তিনটি প্লট ১০, ১১, ১২। এরমধ্যে ১১ নম্বর প্লটে রয়েছে এই ইচু বাড়ি। আপাতত তাকে ঘিরেই উঠছে যাবতীয় অভিযোগের আঙুল। অর্পিতা মুখোপাধ্যায়ের এই ১১ নম্বর প্লটের ইচ্ছে বাড়িতেই হানা দেন ইডির গোয়েন্দারা।
মোট ২ কাঠা ৯ ছটাক জমির ওপর এই ইচ্ছে বাড়িটি।

এই প্লট থেকে কলকসতা পুরসভা বাৎসরিক কর পায় ২,৩৫৬ টাকা। অথচ, বাড়ি-সহ এই জায়গার প্রকৃত পুরকর হওয়া উচিত ১ লক্ষ ৭৫ হাজার টাকারও বেশি।

সূত্রের খবর কত টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে তা জানতে কেএমডিএ চেয়ারম্যান হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। এই ইচ্ছে বাড়িতেই প্রোডাকশন হাউসও চালাতেন অর্পিতা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপুল অঙ্কের কর ফাঁকি, অর্পিতার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদের

আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

পুবের কলম ওয়েবডেস্কঃ কসবায় রাজডাঙা মেন রোডে অর্পিতা মুখোপাধ্যায়ের ইচ্ছে বাড়িটি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ইচ্ছে বাড়িটি তৈরি হয়েছে অবৈধ ভাবে এর সঙ্গে প্রচুর টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ কটাক্ষ ফিরহাদ হাকিমের

 

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

৯৫ রাজডাঙা মেন রোডের তিনটি প্লট ১০, ১১, ১২। এরমধ্যে ১১ নম্বর প্লটে রয়েছে এই ইচু বাড়ি। আপাতত তাকে ঘিরেই উঠছে যাবতীয় অভিযোগের আঙুল। অর্পিতা মুখোপাধ্যায়ের এই ১১ নম্বর প্লটের ইচ্ছে বাড়িতেই হানা দেন ইডির গোয়েন্দারা।
মোট ২ কাঠা ৯ ছটাক জমির ওপর এই ইচ্ছে বাড়িটি।

এই প্লট থেকে কলকসতা পুরসভা বাৎসরিক কর পায় ২,৩৫৬ টাকা। অথচ, বাড়ি-সহ এই জায়গার প্রকৃত পুরকর হওয়া উচিত ১ লক্ষ ৭৫ হাজার টাকারও বেশি।

সূত্রের খবর কত টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে তা জানতে কেএমডিএ চেয়ারম্যান হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। এই ইচ্ছে বাড়িতেই প্রোডাকশন হাউসও চালাতেন অর্পিতা।