১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সউদি মন্ত্রিসভার প্রথম নারী ভাইস সেক্রেটারি

ইমামা খাতুন
  • আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 18

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের মন্ত্রিসভায় রদবদল করেছেন সউদি আরবের বাদশাহ সালমান। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ২জন নারী। আল-শেহানা বিনতে সালেহ আল-আজ্জাজ সউদি আরবের মন্ত্রিসভার ভাইস সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন। এই পদে এই প্রথম কোনও নারী নিয়োগ পেলেন। এছাড়া প্রিন্সেস হাইফা বিনতে দেশটির পর্যটনমন্ত্রকের উপমন্ত্রী হিসেবে নিয়োগ পান। আল-আজ্জাজ এর আগে সউদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একজন উচ্চপদস্থ আইনজীবী ছিলেন। তিনি সউদি আরবের প্রথম নারী আইনজীবীদের একজন। এছাড়া আগে প্রিন্সেস হাইফা পর্যটনমন্ত্রকের সহকারী মন্ত্রী ছিলেন। তার আগে তিনি কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি, জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন এবং পর্যটন উন্নয়ন তহবিলের সঙ্গে কাজ করেছেন। উল্লেখ্য, সউদি আরব ২০০৯ সালে প্রথম নারী মন্ত্রী নিয়োগ দেয়। নোরা বিনতে আবদুল্লাহ আল-ফায়েজকে দেশের উপ-শিক্ষামন্ত্রী করা হয়েছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদি মন্ত্রিসভার প্রথম নারী ভাইস সেক্রেটারি

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের মন্ত্রিসভায় রদবদল করেছেন সউদি আরবের বাদশাহ সালমান। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ২জন নারী। আল-শেহানা বিনতে সালেহ আল-আজ্জাজ সউদি আরবের মন্ত্রিসভার ভাইস সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন। এই পদে এই প্রথম কোনও নারী নিয়োগ পেলেন। এছাড়া প্রিন্সেস হাইফা বিনতে দেশটির পর্যটনমন্ত্রকের উপমন্ত্রী হিসেবে নিয়োগ পান। আল-আজ্জাজ এর আগে সউদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একজন উচ্চপদস্থ আইনজীবী ছিলেন। তিনি সউদি আরবের প্রথম নারী আইনজীবীদের একজন। এছাড়া আগে প্রিন্সেস হাইফা পর্যটনমন্ত্রকের সহকারী মন্ত্রী ছিলেন। তার আগে তিনি কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি, জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন এবং পর্যটন উন্নয়ন তহবিলের সঙ্গে কাজ করেছেন। উল্লেখ্য, সউদি আরব ২০০৯ সালে প্রথম নারী মন্ত্রী নিয়োগ দেয়। নোরা বিনতে আবদুল্লাহ আল-ফায়েজকে দেশের উপ-শিক্ষামন্ত্রী করা হয়েছিল।