১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝআকাশে বিপত্তি! আচমকাই খুলে গেল বিমানের দরজা, তার পর দেখুন কি হল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জুন ২০২৩, শনিবার
  • / 64

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মাঝ আকাশে বিপত্তি! আচমকাই খুলে গেল বিমানের আপৎকালীন দরজা। মুহূর্তের মধ্যে আলগা হয়ে যায় কেবিনের ভিতরের বাতাসের চাপ। কনকনে ঠাণ্ডায় ভয়ে সিঁটিয়ে প্রাণ হাতে করে বসে থাকেন যাত্রীরা। এক ভয়ঙ্কর বিমান যাত্রার সাক্ষী থাকল রাশিয়ার একটি এএন-২৬ বিমান। টেক-অফের কিছু সময় পরেই এক শিউরে ওঠা ভয়ঙ্কর ঘটনা ঘটে।

বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিওটি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গেছে, বিমানটির পিছনের দিকের দরজাটি ভেঙে গিয়েছে। বাইরে প্রবল বেগে বাতাস বইছে। পিছনের দরজাটি সাধারণত বিমানে মালপত্র তোলার কাজেই ব্যবহার হয়। তার পর দরজাটি বন্ধ করে দেওয়া হয়। তার সামনে একটি পর্দা থাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখে গেছে প্রবল বেগে বইতে থাকা হাওয়ায় পর্দাটি উড়ছে। ঘটনার একটি ভিডিয়ো করেছেন ব্রাজিলিয়ান গায়ক এবং গীতিকার টিয়েরি। একটি ট্যুইট করে টিয়েরি বলেছেন, ফ্লাইটের কার্গো দরজা খুলে যায়। তারা নিরাপদে আছেন। সকলেই নিরাপদে সাও লুইস বিমানবন্দরে অবতরণ করেছেন’। মারহানহাওতে একটি শো শেষ করার পরে এই বিমানে তার সতীর্থদের সঙ্গে যাচ্ছিলেন টিয়েরি। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ১৪ জুন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: মধ্যরাতে রেল লাইনে সমস্যা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

  সৌজন্যে ট্যুইটার

 

ঘটনাটি ঘটেছে একটি অ্যারো আন্তোনভ এয়ারক্র্যাফ্টে। পূর্ব সাইবেরিয়ার ইয়াকুতস্ক এলাকার মগন থেকে বিমানটি রওনা দেয়। এলাকাটি সাইবেরিয়া অঞ্চলে হওয়ায়, বিমানের বাইরের তাপমাত্রা ছিল অন্তত মাইনাস ৪১ ডিগ্রি। যাওয়ার কথা ছিল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদানে। কিন্তু, ওড়ার একটু পরেই এই দুর্ঘটনা ঘটে। এরপরই, পাইলট মগনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মগন বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। পরে উড়ান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিমানে থাকা ২৫ জন যাত্রীই নিরাপদে আছেন। ক্রু সদস্যদেরও কারোর কিছু হয়নি। তবে যাত্রীদের অনেকের মাথা থেকে টুপি খুলে উড়ে গিয়েছে। অনেকের কেবিনে থাকা মালপত্র হারিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝআকাশে বিপত্তি! আচমকাই খুলে গেল বিমানের দরজা, তার পর দেখুন কি হল

আপডেট : ১৭ জুন ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মাঝ আকাশে বিপত্তি! আচমকাই খুলে গেল বিমানের আপৎকালীন দরজা। মুহূর্তের মধ্যে আলগা হয়ে যায় কেবিনের ভিতরের বাতাসের চাপ। কনকনে ঠাণ্ডায় ভয়ে সিঁটিয়ে প্রাণ হাতে করে বসে থাকেন যাত্রীরা। এক ভয়ঙ্কর বিমান যাত্রার সাক্ষী থাকল রাশিয়ার একটি এএন-২৬ বিমান। টেক-অফের কিছু সময় পরেই এক শিউরে ওঠা ভয়ঙ্কর ঘটনা ঘটে।

বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিওটি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গেছে, বিমানটির পিছনের দিকের দরজাটি ভেঙে গিয়েছে। বাইরে প্রবল বেগে বাতাস বইছে। পিছনের দরজাটি সাধারণত বিমানে মালপত্র তোলার কাজেই ব্যবহার হয়। তার পর দরজাটি বন্ধ করে দেওয়া হয়। তার সামনে একটি পর্দা থাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখে গেছে প্রবল বেগে বইতে থাকা হাওয়ায় পর্দাটি উড়ছে। ঘটনার একটি ভিডিয়ো করেছেন ব্রাজিলিয়ান গায়ক এবং গীতিকার টিয়েরি। একটি ট্যুইট করে টিয়েরি বলেছেন, ফ্লাইটের কার্গো দরজা খুলে যায়। তারা নিরাপদে আছেন। সকলেই নিরাপদে সাও লুইস বিমানবন্দরে অবতরণ করেছেন’। মারহানহাওতে একটি শো শেষ করার পরে এই বিমানে তার সতীর্থদের সঙ্গে যাচ্ছিলেন টিয়েরি। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ১৪ জুন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: মধ্যরাতে রেল লাইনে সমস্যা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

  সৌজন্যে ট্যুইটার

 

ঘটনাটি ঘটেছে একটি অ্যারো আন্তোনভ এয়ারক্র্যাফ্টে। পূর্ব সাইবেরিয়ার ইয়াকুতস্ক এলাকার মগন থেকে বিমানটি রওনা দেয়। এলাকাটি সাইবেরিয়া অঞ্চলে হওয়ায়, বিমানের বাইরের তাপমাত্রা ছিল অন্তত মাইনাস ৪১ ডিগ্রি। যাওয়ার কথা ছিল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদানে। কিন্তু, ওড়ার একটু পরেই এই দুর্ঘটনা ঘটে। এরপরই, পাইলট মগনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মগন বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। পরে উড়ান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিমানে থাকা ২৫ জন যাত্রীই নিরাপদে আছেন। ক্রু সদস্যদেরও কারোর কিছু হয়নি। তবে যাত্রীদের অনেকের মাথা থেকে টুপি খুলে উড়ে গিয়েছে। অনেকের কেবিনে থাকা মালপত্র হারিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।