বিদ্যুৎ গতিতে জবাব দেব!

- আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 12
হাইলাইটসঃ জবাব দেওয়ার সব অস্ত্র আমাদের রয়েছে, কেউ ঠেকাতে পারবে না। আমরা এসব অস্ত্র নিয়ে আস্ফালন করছি না। প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করব
পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে কোনও দেশ হস্তক্ষেপ করলেই তাদের বিদ্যুৎগতিতে জবাব দেওয়া হবে। রুশ আইনপ্রণেতাদের পুতিন বলেন, বাইরে থেকে কেউ যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তাহলে আমাদের জবাব হবে বিদ্যুৎ গতির। আরও বলেন, জবাব দেওয়ার সব অস্ত্র আমাদের রয়েছে, কেউ ঠেকাতে পারবে না। আমরা এসব অস্ত্র নিয়ে আস্ফালন করছি না। প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করব।’ রুশ নেতা আরও বলেছেন, কেমন জবাব দেওয়া হবে সে পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তবে তিনি এর বেশি কিছু জানাননি। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ও হুমকির বিষয়ে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, আমেরিকা পারমাণবিক যুদ্ধে জড়াতে চায় না। পারমাণবিক যুদ্ধে সব পক্ষ হারবে। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ডোনবাসের দুটি শহর দখল করেছে রুশ বাহিনী। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্স জানিয়েছে, মস্কোর সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলের উত্তর অংশে জারিখনে শহর দখল করেছে। রুশ বাহিনী নোভোতোশকিভস্কে শহরও দখল করেছে।