গাজাকে ‘নরক’ বানানোর হুমকি দিলেন নেতানিয়াহু

- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্ক: গাজাকে ‘নরক’ বানানোর হুমকি দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সব ইসরাইলি বন্ধিদের হামাস মুক্তি না করলে ফল ভোগার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তাঁর হুমকি, ইসরাইলিদের মুক্তি না দিলে গাজায় ‘নরকের দরজা’ খুলে দেওয়া হবে। নেতানিয়াহু বলেন, “আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তার রাজনৈতিক শাসনকে শেষ করে দেব। আমরা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনব এবং নিশ্চিত করব যে, গাজা যেন আর কখনো ইসরাইলের জন্য হুমকি হয়ে না ওঠে।”
গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গির’ প্রশংসাও করেছেন তিনি। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রবিবার এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, “গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের একটি ‘সাধারণ কৌশল’ রয়েছে। নরকের দরজা কখন খোলা হবে বা এ সংক্রান্ত কৌশলের বিস্তারিত আমরা সবসময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেয়া হয়, তাহলে তা (নরকের দরজা খোলা) অবশ্যই হবে।”