০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সম্প্রীতির, আত্মপ্রত্যয়ের ও উন্নয়নের বার্তা দেবে খেলা দিবস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার
  • / 33

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: “পায়ে আঘাত পেয়েও ব‍্যাণ্ডেজ বেঁধে, আত্মপ্রত‍্যয়ের সঙ্গে মুখ‍্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, খেলা হবে। মানুষের আশীর্বাদে তৃতীয়বারের জন‍্য তিনি বিজয়ী হলেন। তাই ষোলো অগাস্ট তিনি খেলা দিবস ঘোষণা করলেন।

এই খেলা হবে শুধুমাত্র শ্লোগান নয়,  সম্প্রীতির, আত্মপ্রত্যয়ের ও উন্নয়নের বার্তা দেবে খেলা দিবস।” শনিবার রামপুরহাট পাঁচমাথা মোড়ে রামপুরহাট পুরসভার উদ্যোগে খেলা দিবসের ট‍্যাবলো গাড়িকে সবুজ পতাকা দেখানোর পর মন্তব্য করেন স্থানীয় বিধায়ক আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়।

আরও পড়ুন: এবার ‘খেলা হবে’ দুয়ারে সরকার কর্মসূচিতে

আরও পড়ুন: ‘আমি ভয় পাই না, এখানে হাজারবার আসব’, খেলা হবে স্লোগান তুলে বারাণসী থেকে বিজেপিকে তোপ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্প্রীতির, আত্মপ্রত্যয়ের ও উন্নয়নের বার্তা দেবে খেলা দিবস

আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: “পায়ে আঘাত পেয়েও ব‍্যাণ্ডেজ বেঁধে, আত্মপ্রত‍্যয়ের সঙ্গে মুখ‍্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, খেলা হবে। মানুষের আশীর্বাদে তৃতীয়বারের জন‍্য তিনি বিজয়ী হলেন। তাই ষোলো অগাস্ট তিনি খেলা দিবস ঘোষণা করলেন।

এই খেলা হবে শুধুমাত্র শ্লোগান নয়,  সম্প্রীতির, আত্মপ্রত্যয়ের ও উন্নয়নের বার্তা দেবে খেলা দিবস।” শনিবার রামপুরহাট পাঁচমাথা মোড়ে রামপুরহাট পুরসভার উদ্যোগে খেলা দিবসের ট‍্যাবলো গাড়িকে সবুজ পতাকা দেখানোর পর মন্তব্য করেন স্থানীয় বিধায়ক আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়।

আরও পড়ুন: এবার ‘খেলা হবে’ দুয়ারে সরকার কর্মসূচিতে

আরও পড়ুন: ‘আমি ভয় পাই না, এখানে হাজারবার আসব’, খেলা হবে স্লোগান তুলে বারাণসী থেকে বিজেপিকে তোপ মমতার