২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস থেকে ট্যাবলো, নেতাজি জন্মদিনে কেন্দ্রকে বিঁধে কি বললেন মমতা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 28

রেডরোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা অর্পণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সন্দীপ সাহা

পুবের কলম ওয়েবডেস্কঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট করার প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এইদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন “যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আপনারা ভেঙেছেন। আমরা এই কাঠামোকে শক্তিশালী করব।” এমনকী. প্ল্যানিং কমিশন নিয়েও সরব হয়েছেন তিনি।‘’’

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজির পরিকল্পিত ন্যাশনাল প্ল্যানিং কমিশন আগেই বাতিল করেছে কেন্দ্র, তার বদলে এসেছে নীতি আয়োগ। এর আগে ২০২১ এর নেতাজির জন্মজয়ন্তীর মঞ্চে এই ইস্যুতেই প্রতিবাদ করেন মমতা। চলতি বছরেই তিনি তাঁর ক্ষোভ গোপন রাখলেননা।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “প্ল্যানিং কমিশন নেতাজির মস্তিষ্কপ্রসূত ছিল। সেটা যারা করেছে তাদের ধিক্কার। তবে দিল্লি জায়গা দেয়নি কী হবে, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের ধাঁচে এ রাজ্যে তৈরি হবে বেঙ্গল প্ল্যানিং কমিশন।”  এইদিন মমতা তোপ দেগেছেন কেন্দ্রের নেতাজি  ট্যাবলো বাতিল করার বিরুদ্ধেও।

আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স

 

এইদিন মুখ্যমন্ত্রী বলেন একটা ট্যাবলো থাকলে কি ক্ষতি হত। কেন নেতাজির ট্যাবলো বাতিল করা হল তার কারণও দর্শায়নি কেন্দ্র। এইদিন মুখ্যমন্ত্রী বলেন “ আপনারা ট্যাবলো বাতিল করেছেন খুব ভালো কথা, এই ট্যাবলো ২৬ জানুয়ারি রেডরোডে প্রদর্শিত হবে”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস থেকে ট্যাবলো, নেতাজি জন্মদিনে কেন্দ্রকে বিঁধে কি বললেন মমতা

আপডেট : ২৩ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট করার প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এইদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন “যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আপনারা ভেঙেছেন। আমরা এই কাঠামোকে শক্তিশালী করব।” এমনকী. প্ল্যানিং কমিশন নিয়েও সরব হয়েছেন তিনি।‘’’

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজির পরিকল্পিত ন্যাশনাল প্ল্যানিং কমিশন আগেই বাতিল করেছে কেন্দ্র, তার বদলে এসেছে নীতি আয়োগ। এর আগে ২০২১ এর নেতাজির জন্মজয়ন্তীর মঞ্চে এই ইস্যুতেই প্রতিবাদ করেন মমতা। চলতি বছরেই তিনি তাঁর ক্ষোভ গোপন রাখলেননা।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “প্ল্যানিং কমিশন নেতাজির মস্তিষ্কপ্রসূত ছিল। সেটা যারা করেছে তাদের ধিক্কার। তবে দিল্লি জায়গা দেয়নি কী হবে, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের ধাঁচে এ রাজ্যে তৈরি হবে বেঙ্গল প্ল্যানিং কমিশন।”  এইদিন মমতা তোপ দেগেছেন কেন্দ্রের নেতাজি  ট্যাবলো বাতিল করার বিরুদ্ধেও।

আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স

 

এইদিন মুখ্যমন্ত্রী বলেন একটা ট্যাবলো থাকলে কি ক্ষতি হত। কেন নেতাজির ট্যাবলো বাতিল করা হল তার কারণও দর্শায়নি কেন্দ্র। এইদিন মুখ্যমন্ত্রী বলেন “ আপনারা ট্যাবলো বাতিল করেছেন খুব ভালো কথা, এই ট্যাবলো ২৬ জানুয়ারি রেডরোডে প্রদর্শিত হবে”