১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনালের আগে নীরজের জ্যাভলিন নিয়ে চলে যাচ্ছিলেন নাদিম!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার
  • / 26

পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে জ্যাভলিন-থ্রো ইভেন্ট থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া। এতদিন পরে সেই ফাইনাল ইভেন্টের  একটি চমকপ্রদ ঘটনার কথা শোনালেন এই ভারতীয় তরুণ জ্যাভলিন থ্রোয়ার। সোনা জয়ের স্বপ্ন সত্যি করতে ফাইনালের দিন প্রস্তুত হচ্ছিলেন নীরজ। কিন্তু  তাঁর  আসল ‘অস্ত্র’ জ্যাভলিনটাই  খুঁজে পাচ্ছিলেন না। এদিক- সেদিক খোঁজার  পরে হটাৎ তিনি দেখেন সেটি পাকিস্তানের প্রতিযোগী আর্শাদ নাদিমের হাতে। যিনি ফাইনালের একজন প্রতিযোগিও।

একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে নীরজ বলেন– ‘ফাইনাল শুরুর আগে জ্যাভলিনটা খুঁজে  পাচ্ছিলাম না। হটাৎ দেখি  সেটা নিযে যাচ্ছে পাকিস্তানের নাদিম। আমি সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে যাই– এবং বলি – ‘ভাই জ্যাভলিনটা দাও। এটা আমার। আমাকে ছুঁড়তে হবে। এটা শোনার  পরে নাদিম আমাকে জ্যাভলিনটা ফেরৎ দেয়। আর এই ঘটনার জন্য ফাইনালে প্রথম থ্রোয়ের সময় দেরী হয়ে যায় নীরজের। তাড়াতাড়ি  এসে থ্রো করেন ভারতের সোনাজয়ী অ্যাথলিট। নীরজের কথায়– ‘সেই জন্য প্রথম থ্রো তাড়াতাড়ি নিতে হয়েছিল। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। ’ পাশাপাশি এদিন ফের পাক প্রতিদ্বন্দ্বীর প্রশংসাও শোনা যায় নীরজের মুখে । তিনি বলেন– ‘যোগ্যতা অর্জন পর্বে নাদিম দারুন পারফরম্যান্স করে।  পদক না পেলেও ফাইনালেও ভালোই থ্রো করেছে।  ওর জন্যই পাকিস্তানে জ্যাভলিন থ্রো’তে আগ্রহ বেড়েছে। আমার মনে হয় ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে ওরা ভাল পারফরম্যান্স করবে। ’ প্রসঙ্গত– টোকিওতে সোনা জয়ের পরে দেশে ফিরে একাধিক অনুষ্ঠানে যোগ দেন নীরজ। মাঝে অসুস্থও হয়ে পড়েছিলেন। এখন অবশ্য সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফাইনালের আগে নীরজের জ্যাভলিন নিয়ে চলে যাচ্ছিলেন নাদিম!

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে জ্যাভলিন-থ্রো ইভেন্ট থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া। এতদিন পরে সেই ফাইনাল ইভেন্টের  একটি চমকপ্রদ ঘটনার কথা শোনালেন এই ভারতীয় তরুণ জ্যাভলিন থ্রোয়ার। সোনা জয়ের স্বপ্ন সত্যি করতে ফাইনালের দিন প্রস্তুত হচ্ছিলেন নীরজ। কিন্তু  তাঁর  আসল ‘অস্ত্র’ জ্যাভলিনটাই  খুঁজে পাচ্ছিলেন না। এদিক- সেদিক খোঁজার  পরে হটাৎ তিনি দেখেন সেটি পাকিস্তানের প্রতিযোগী আর্শাদ নাদিমের হাতে। যিনি ফাইনালের একজন প্রতিযোগিও।

একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে নীরজ বলেন– ‘ফাইনাল শুরুর আগে জ্যাভলিনটা খুঁজে  পাচ্ছিলাম না। হটাৎ দেখি  সেটা নিযে যাচ্ছে পাকিস্তানের নাদিম। আমি সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে যাই– এবং বলি – ‘ভাই জ্যাভলিনটা দাও। এটা আমার। আমাকে ছুঁড়তে হবে। এটা শোনার  পরে নাদিম আমাকে জ্যাভলিনটা ফেরৎ দেয়। আর এই ঘটনার জন্য ফাইনালে প্রথম থ্রোয়ের সময় দেরী হয়ে যায় নীরজের। তাড়াতাড়ি  এসে থ্রো করেন ভারতের সোনাজয়ী অ্যাথলিট। নীরজের কথায়– ‘সেই জন্য প্রথম থ্রো তাড়াতাড়ি নিতে হয়েছিল। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। ’ পাশাপাশি এদিন ফের পাক প্রতিদ্বন্দ্বীর প্রশংসাও শোনা যায় নীরজের মুখে । তিনি বলেন– ‘যোগ্যতা অর্জন পর্বে নাদিম দারুন পারফরম্যান্স করে।  পদক না পেলেও ফাইনালেও ভালোই থ্রো করেছে।  ওর জন্যই পাকিস্তানে জ্যাভলিন থ্রো’তে আগ্রহ বেড়েছে। আমার মনে হয় ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে ওরা ভাল পারফরম্যান্স করবে। ’ প্রসঙ্গত– টোকিওতে সোনা জয়ের পরে দেশে ফিরে একাধিক অনুষ্ঠানে যোগ দেন নীরজ। মাঝে অসুস্থও হয়ে পড়েছিলেন। এখন অবশ্য সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।