১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোলের ঠিকানা লেখা দৃষ্টিনন্দন ফ্রি কিকে বাবা ডেভিড কে মনে করালেন পুত্র রোমিও বেকহ্যাম, দেখুন ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
  • / 44

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ কথায় বলে বাপকা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। দৃষ্টিনন্দন ফ্রি কিকে সেই কথাই মনে করালেন ডেভিড বেকহ্যামের পুত্র রোমিও বেকহ্যাম।

 

 

২০০১ সালে গ্রিসের বিরুদ্ধে ইংল্যান্ড ১-২ গোলে পিছিয়ে ছিল। এই ম্যাচে হেরে গেলে ২০০২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে গোরান এরিকসনের দলকে প্লে অফ ম্যাচ খেলতে হতো ইউক্রেনের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে, ম্যাচের ৯৩ মিনিটের মাথায় ফ্রি কিক পায় ইংল্যান্ড। ২৫ গজ দূর থেকে যে বাঁকানো ফ্রি কিকটি মেরেছিলেন বেকহ্যাম তা গোলের ঠিকানা লিখে জালে জড়িয়ে যায়। এই নাটকীয় দৃষ্টিনন্দন গোলটিই বিশ্বকাপে পৌঁছে দিয়েছিল থ্রি লায়ন্সকে।

সেই দিনের ছবিই যেন উপহার দিলেন ডেভিড পুত্র রোমিও। বেকহ্যাম এখন আমেরিকার পেশাদার ফুটবল ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। এই ক্লাবের জুনিয়র দল, ইন্টার মায়ামি-২-তে খেলেন বেকহ্যামের ১৯ বছরের পুত্র রোমিও। গতকালই এই ক্লাবের হয়ে তিনি প্রথম গোলটি করেছেন। সেই ফ্রি কিক থেকেই। ডান পায়ে যে শট তিনি জালে জড়িয়েছেন তার সঙ্গে অনেকেই প্রায় ২১ বছর আগে করা বেকহ্যামের গোলের মিল খুঁজে পাচ্ছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোলের ঠিকানা লেখা দৃষ্টিনন্দন ফ্রি কিকে বাবা ডেভিড কে মনে করালেন পুত্র রোমিও বেকহ্যাম, দেখুন ভিডিও

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ কথায় বলে বাপকা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। দৃষ্টিনন্দন ফ্রি কিকে সেই কথাই মনে করালেন ডেভিড বেকহ্যামের পুত্র রোমিও বেকহ্যাম।

 

 

২০০১ সালে গ্রিসের বিরুদ্ধে ইংল্যান্ড ১-২ গোলে পিছিয়ে ছিল। এই ম্যাচে হেরে গেলে ২০০২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে গোরান এরিকসনের দলকে প্লে অফ ম্যাচ খেলতে হতো ইউক্রেনের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে, ম্যাচের ৯৩ মিনিটের মাথায় ফ্রি কিক পায় ইংল্যান্ড। ২৫ গজ দূর থেকে যে বাঁকানো ফ্রি কিকটি মেরেছিলেন বেকহ্যাম তা গোলের ঠিকানা লিখে জালে জড়িয়ে যায়। এই নাটকীয় দৃষ্টিনন্দন গোলটিই বিশ্বকাপে পৌঁছে দিয়েছিল থ্রি লায়ন্সকে।

সেই দিনের ছবিই যেন উপহার দিলেন ডেভিড পুত্র রোমিও। বেকহ্যাম এখন আমেরিকার পেশাদার ফুটবল ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। এই ক্লাবের জুনিয়র দল, ইন্টার মায়ামি-২-তে খেলেন বেকহ্যামের ১৯ বছরের পুত্র রোমিও। গতকালই এই ক্লাবের হয়ে তিনি প্রথম গোলটি করেছেন। সেই ফ্রি কিক থেকেই। ডান পায়ে যে শট তিনি জালে জড়িয়েছেন তার সঙ্গে অনেকেই প্রায় ২১ বছর আগে করা বেকহ্যামের গোলের মিল খুঁজে পাচ্ছেন।