১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বায়োপিক নিয়ে রোমাঞ্চিত সৌরভ গঙ্গোপাধ্যায়

সুস্মিতা
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 7

পুবের কলম ওয়েবডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৈরি হচ্ছে কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ছবিটির প্রযোজনা করেছেন লাভ ফিল্মস। কবে থেকে এই ছবির শুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি। ছবি নিয়ে নিজের অনুভূতির কথা টুইট করে সৌরভ জানিয়েছেন, ‘ক্রিকেট আমার জীবন। এটা আমায় আত্মবিশ্বাস দিয়েছে। এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই যাত্রার স্বাদ আনন্দের। লাভ রঞ্জনের প্রযোজনায় আমার এই সফর নিয়ে ছবি তৈরি হচ্ছে। আর তা পর্দায় দেখা যাবে ভেবেই রোমাঞ্চিত।’
দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের ভূমিকায় সুপারস্টার হৃত্বিক রোশন বা রণবীর কাপুরকে দেখা যেতে পারে। লর্ডসে জার্সি ওড়ানো থেকে শুরু করে, ফিক্সিং অন্ধকার সময়ে দেশের ক্রিকেটকে মাথা উঁচু করে ফেরানো, গ্রেগ চ্যাপেল অধ্যায়, সবই দাদা’র বায়োপিকে দেখা যাবে বলে আশায় ভক্তকুল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বায়োপিক নিয়ে রোমাঞ্চিত সৌরভ গঙ্গোপাধ্যায়

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৈরি হচ্ছে কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ছবিটির প্রযোজনা করেছেন লাভ ফিল্মস। কবে থেকে এই ছবির শুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি। ছবি নিয়ে নিজের অনুভূতির কথা টুইট করে সৌরভ জানিয়েছেন, ‘ক্রিকেট আমার জীবন। এটা আমায় আত্মবিশ্বাস দিয়েছে। এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই যাত্রার স্বাদ আনন্দের। লাভ রঞ্জনের প্রযোজনায় আমার এই সফর নিয়ে ছবি তৈরি হচ্ছে। আর তা পর্দায় দেখা যাবে ভেবেই রোমাঞ্চিত।’
দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের ভূমিকায় সুপারস্টার হৃত্বিক রোশন বা রণবীর কাপুরকে দেখা যেতে পারে। লর্ডসে জার্সি ওড়ানো থেকে শুরু করে, ফিক্সিং অন্ধকার সময়ে দেশের ক্রিকেটকে মাথা উঁচু করে ফেরানো, গ্রেগ চ্যাপেল অধ্যায়, সবই দাদা’র বায়োপিকে দেখা যাবে বলে আশায় ভক্তকুল।