মহুয়ার পাশে দাঁড়িয়ে বিজেপিকে বিঁধলেন মমতা, কী বললেন নেত্রী ?

- আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: মহুয়া মৈত্রকে ধ্বনি ভোটে বহিষ্কার করল বিজেপি। আদানি ইস্যুতে রাহুল গান্ধির মতোই মহুয়া বিপাকে ফেলেছিলেন বিজেপিকে। তাঁর একের পর এক প্রশ্ন সামলাতে না পেরে দিশেহারা বিজেপি শেষ পর্যন্ত চিৎকার করে লোকসভা থেকে বের করে দিল মহুয়াকে। লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা বেশি। ফলে চিৎকার করে তারা যে ভোট দেন তাতেই মহুয়াকে সংসদ থেকে বের হতে হয়। বাংলার এই তৃণমূল সাংসদকে আত্মপক্ষ সমর্থনের পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি। ৪৯৫ পাতার রিপোর্ট সবার হাতে ধরিয়ে দেওয়া হয়। বিরোধীরা তখনই বলে এতবড় রিপোর্ট দুঘন্টার মধ্যে পড়া কোনোভাবে সম্ভব নয়। হাতে রিপোর্ট ধরিয়েই সরকারপক্ষ তাদের রায় শুনিয়েছে। এদিন তৃণমূল সুপ্রিম ফের মহুয়ার পাশে দাঁড়ান। বিজেপির প্রতিহিংসার রাজনীতি নিয়ে মমতা আবারো সরব হন।
কি বললেন মমতা
- ভোট হারাতে না পেরে ওরা মহুয়াকে বহিস্কার করল।
- প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি।
- ৪৯৫ পাতার রিপোর্ট কি ২ ঘণ্টার মধ্যে পড়া সম্ভব ?
- মহুয়ার পাশে রয়েছে দল।
- ওরা মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেয়নি।
- তোমরা এথিক্স কমিটির রিপোর্ট শোনাবে আবার সিবিআই-ও করবে, এটা মানা যায় না।
- প্রধানমন্ত্রীর উচিত বিষয়টি বিবেচনা করা।
- যা হল তা গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখের দিন।
- মহুয়া মৈত্রের সঙ্গে যা হল, তা গণতন্ত্রের জন্য লজ্জার।
- ক্ষমতা থাকলে মহুয়াকে ওরা রাজনীতিতে হারাক।
- রাজনীতিতে ওকে হারাতে না পেরে একজন মহিলা সাংসদকে ওরা এইভাবে বহিস্কার করল।