১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে ফের করোনা হানা কোভিড আক্রান্ত টি নটরাজন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহিতে  আইপিএলের  দ্বিতীয় পর্বের তিন দিন যেতে না যেতেই ছন্দপতন। প্রতিযোগিতায় হানা দিল করোনা। কোভিডে আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দরাবাবাদের  ভারতীয় পেসার টি নটরাজন। বুধবার আরটি-পিসিআর টেস্টে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে নটরাজনের শরীরে কোনও উপসর্গ নেই বলেই জানা যাচ্ছে। আইপিএলের তরফ থেকে জানানো হয়েছে– ‘হায়দরাবাদের এক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা ছ’জনকে  আইসোলেশনে পাঠানো হয়েছে। ’ এর আগে করোনা হানাতেই আইপিএল স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু তাতেও যেন রক্ষা  নেই। দ্বিতীয় পর্বের শুরুতেই এল ফের দুঃসংবাদ।

নটরাজনের সংস্পর্শে এসেছিলেন বিজর শঙ্কর (ক্রিকেটার)– বিজয় কুমার (টিম ম্যানেজার)– জে শ্যামসুন্দর (ফিজিওথেরাপিস্ট)– অঞ্জনা ভানান (চিকিৎসক)– তুষার খেদকার (লজিস্টিক ম্যানেজার) এবং গনেশন (নেট বোলার)। এই ছ’জনকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে পরবর্তী সময়ে ওই ছ’জন সহ পুরো দলের ফের আরটি-পিসিআর টেস্ট হয়েছে। তাতে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।  সানরাইজার্স হায়দরাবাদ দলে  করোনা হানা দেওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করে বুধবার দিল্লি ক্যাপিটালস এবং হায়দরাবাদের ম্যাচের ভবিষ্যত কি? তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে এই দিনের ম্যাচ আয়োজিত হয়েছে।

এদিকে আইপিএলে ক্রিকেটার করোন আক্রান্ত হওয়ার পরে বিসিসিআইকে খোঁচা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন  ক্রিকেটার মাইকেল ভন। তিনি টুইট করেছেন– “দেখা  যাক ভারত-ইংল্যান্ডের শেষ টেস্টের মত আইপিএল বাতিল করা হয় কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি আইপিএল বাতিল হবে না।“

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএলে ফের করোনা হানা কোভিড আক্রান্ত টি নটরাজন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহিতে  আইপিএলের  দ্বিতীয় পর্বের তিন দিন যেতে না যেতেই ছন্দপতন। প্রতিযোগিতায় হানা দিল করোনা। কোভিডে আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দরাবাবাদের  ভারতীয় পেসার টি নটরাজন। বুধবার আরটি-পিসিআর টেস্টে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে নটরাজনের শরীরে কোনও উপসর্গ নেই বলেই জানা যাচ্ছে। আইপিএলের তরফ থেকে জানানো হয়েছে– ‘হায়দরাবাদের এক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা ছ’জনকে  আইসোলেশনে পাঠানো হয়েছে। ’ এর আগে করোনা হানাতেই আইপিএল স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু তাতেও যেন রক্ষা  নেই। দ্বিতীয় পর্বের শুরুতেই এল ফের দুঃসংবাদ।

নটরাজনের সংস্পর্শে এসেছিলেন বিজর শঙ্কর (ক্রিকেটার)– বিজয় কুমার (টিম ম্যানেজার)– জে শ্যামসুন্দর (ফিজিওথেরাপিস্ট)– অঞ্জনা ভানান (চিকিৎসক)– তুষার খেদকার (লজিস্টিক ম্যানেজার) এবং গনেশন (নেট বোলার)। এই ছ’জনকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে পরবর্তী সময়ে ওই ছ’জন সহ পুরো দলের ফের আরটি-পিসিআর টেস্ট হয়েছে। তাতে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।  সানরাইজার্স হায়দরাবাদ দলে  করোনা হানা দেওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করে বুধবার দিল্লি ক্যাপিটালস এবং হায়দরাবাদের ম্যাচের ভবিষ্যত কি? তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে এই দিনের ম্যাচ আয়োজিত হয়েছে।

এদিকে আইপিএলে ক্রিকেটার করোন আক্রান্ত হওয়ার পরে বিসিসিআইকে খোঁচা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন  ক্রিকেটার মাইকেল ভন। তিনি টুইট করেছেন– “দেখা  যাক ভারত-ইংল্যান্ডের শেষ টেস্টের মত আইপিএল বাতিল করা হয় কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি আইপিএল বাতিল হবে না।“