০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৫০ লক্ষ টাকার অনলাইন গেম খেলে মায়ের অ্যাকাউন্ট ফাঁকা করে দিল কিশোরী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার
  • / 69

পুবের কলম, ওয়েবডস্ক: অনলাইন গেমের নেশা ক্রমশই ক্যানসারের মতোই প্রভাব বিস্তার করছে সমাজে। এই ব্যাধিতে সব থেকে বেশি আসক্ত হয়ে পড়ছে শিশুরাই। বাবা-মায়ের অজান্তেই মোবাইলে গেম খেলার নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে কচিকাঁচারা। চিনে এইরকমই একটি ঘটনা সামনে এসেছে। যেখানে এক ১৩ বছরের নাবালিকা অনলাইন গেম খেলে ৫০ লক্ষ টাকা খরচ করেছে। মেয়ের এই কাণ্ডে হতবাক মা গং ইয়াং।

স্কুল থেকে একটি ফোন পাওয়ার পরেই কিশোরীর মা পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারেন। গং ইয়াং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখেন সেখানে মাত্র ৩৪ পয়সা পড়ে আছে। মে মাস থেকেই তার মায়ের মোবাইলটি নিয়েছিল তার মেয়ে।

আরও পড়ুন: রাজ্যসভাতেও পাশ অনলাইন গেমিং বিল, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর কার্যকর আইন

আসলে বেশির ভাগ গেমেই কিছু পেড টুল থাকে। যে টুলগুলি গেমারদের আরও ভালোভাবে গেম খেলতে সহায়তা করে। তবে সেই টুলগুলির অ্যাকসেস পেতে গেলে গেমারদের কিছু অর্থ ব্যয় করতে হয়। চিনের ওই কিশোরীটিও এই টুলগুলি কেনার জন্য মোটা টাকা ব্যয় করে।
নাবালিকা জানিয়েছে, গেম কেনার জন্য ১২০,০০০ ইউয়ান (প্রায় ১৩,৯৩,৮২৮টাকা) এবং গেমের টুল কেনার জন্য আরও ২১০,০০০ ইউয়ান (প্রায় ২৪,৩৯,৩৪০টাকা) খরচ করেছে৷ এছাড়াও, ওই কিশোরী তার ১০ জন বন্ধুকে গেম কেনার জন্য ১০০,০০০ ইউয়ান (প্রায় ১১,৬১,৫৯০ টাকা) দেওয়ার কথাও জানিয়েছে।

আরও পড়ুন: লোকসভায় পাস অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিল ২০২৫, টাকা-ভিত্তিক গেম সম্পূর্ণ নিষিদ্ধ

কিশোরীর কথায়, একবার তার টাকার প্রয়োজন হয়, আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় তার মা তার সঙ্গে কার্ডের পাসওয়ার্ড শেয়ার করেন। আর সে যখন ডেবিট কার্ড হাতে পায়, তখন সে কার্ডটি তার স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে ফেলে। এই কাজটি গোপন রাখার জন্য তার স্মার্টফোন থেকে মোবাইল গেম লেনদেন সম্পর্কিত সমস্ত তথ্য সে মুছে দেয়।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ভারতের হায়দরাবাদে। সেখানে ৩৬ লক্ষ টাকার অনলাইন গেম খেলে মায়ের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে তার ১৬ বছরের ছেলে।

আরও পড়ুন: মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫০ লক্ষ টাকার অনলাইন গেম খেলে মায়ের অ্যাকাউন্ট ফাঁকা করে দিল কিশোরী

আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডস্ক: অনলাইন গেমের নেশা ক্রমশই ক্যানসারের মতোই প্রভাব বিস্তার করছে সমাজে। এই ব্যাধিতে সব থেকে বেশি আসক্ত হয়ে পড়ছে শিশুরাই। বাবা-মায়ের অজান্তেই মোবাইলে গেম খেলার নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে কচিকাঁচারা। চিনে এইরকমই একটি ঘটনা সামনে এসেছে। যেখানে এক ১৩ বছরের নাবালিকা অনলাইন গেম খেলে ৫০ লক্ষ টাকা খরচ করেছে। মেয়ের এই কাণ্ডে হতবাক মা গং ইয়াং।

স্কুল থেকে একটি ফোন পাওয়ার পরেই কিশোরীর মা পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারেন। গং ইয়াং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখেন সেখানে মাত্র ৩৪ পয়সা পড়ে আছে। মে মাস থেকেই তার মায়ের মোবাইলটি নিয়েছিল তার মেয়ে।

আরও পড়ুন: রাজ্যসভাতেও পাশ অনলাইন গেমিং বিল, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর কার্যকর আইন

আসলে বেশির ভাগ গেমেই কিছু পেড টুল থাকে। যে টুলগুলি গেমারদের আরও ভালোভাবে গেম খেলতে সহায়তা করে। তবে সেই টুলগুলির অ্যাকসেস পেতে গেলে গেমারদের কিছু অর্থ ব্যয় করতে হয়। চিনের ওই কিশোরীটিও এই টুলগুলি কেনার জন্য মোটা টাকা ব্যয় করে।
নাবালিকা জানিয়েছে, গেম কেনার জন্য ১২০,০০০ ইউয়ান (প্রায় ১৩,৯৩,৮২৮টাকা) এবং গেমের টুল কেনার জন্য আরও ২১০,০০০ ইউয়ান (প্রায় ২৪,৩৯,৩৪০টাকা) খরচ করেছে৷ এছাড়াও, ওই কিশোরী তার ১০ জন বন্ধুকে গেম কেনার জন্য ১০০,০০০ ইউয়ান (প্রায় ১১,৬১,৫৯০ টাকা) দেওয়ার কথাও জানিয়েছে।

আরও পড়ুন: লোকসভায় পাস অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিল ২০২৫, টাকা-ভিত্তিক গেম সম্পূর্ণ নিষিদ্ধ

কিশোরীর কথায়, একবার তার টাকার প্রয়োজন হয়, আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় তার মা তার সঙ্গে কার্ডের পাসওয়ার্ড শেয়ার করেন। আর সে যখন ডেবিট কার্ড হাতে পায়, তখন সে কার্ডটি তার স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে ফেলে। এই কাজটি গোপন রাখার জন্য তার স্মার্টফোন থেকে মোবাইল গেম লেনদেন সম্পর্কিত সমস্ত তথ্য সে মুছে দেয়।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ভারতের হায়দরাবাদে। সেখানে ৩৬ লক্ষ টাকার অনলাইন গেম খেলে মায়ের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে তার ১৬ বছরের ছেলে।

আরও পড়ুন: মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর