০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের মঞ্চে ফিরল নেদারল্যান্ডস, প্লে-অফে খেলবে তুরস্ক

পুবের কলম
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার
  • / 60

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রত্যাশা মতো তুলনায় কমজোর প্রতিপক্ষ নরওয়েকে ২-০ গোলে কাতার বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। রটারডামে স্টিখেন বার্গউইন ও মেমফিস ডিপের গোলে ডাচদের জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’র শীর্ষস্থান নিশ্চিত হয়েছে তাদের। অন্য একটি ম্যাচে মন্টেনেগ্রোকে ২-১ গোলে পরাজিত করে তুরস্ক এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। চোট পাওয়ায় কোচ লুইস ফন গাল কাল নেদারল্যান্ডসের ডাগ আউটে ছিলেন না।

স্ট্যান্ডে বসে তাকে ম্যাচটি উপভোগ করতে হয়েছে। কাতারের টিকিট পেতে এই ম্যাচে নেদারল্যান্ডের এক পয়েন্টই যথেষ্ট ছিল। সেখানে জয় তুলে নিয়ে তুরস্ককে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে তারা বাছাইপর্ব শেষ করল। নরওয়েকে বিদায় করে দ্বিতীয় স্থান পেয়েছে তুরস্ক। নেদারল্যান্ডের হয়ে দুই গোল দিয়েছেন টটেনহ্যামের উইঙ্গার বার্গউইন ডেডলক। বার্গউইনের অ্যাসিস্টে বার্সেলোনার ডিপে ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

এই জয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা ডাচরা আবারও ফিরল বিশ্বকাপের মঞ্চে।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপের মঞ্চে ফিরল নেদারল্যান্ডস, প্লে-অফে খেলবে তুরস্ক

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রত্যাশা মতো তুলনায় কমজোর প্রতিপক্ষ নরওয়েকে ২-০ গোলে কাতার বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। রটারডামে স্টিখেন বার্গউইন ও মেমফিস ডিপের গোলে ডাচদের জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’র শীর্ষস্থান নিশ্চিত হয়েছে তাদের। অন্য একটি ম্যাচে মন্টেনেগ্রোকে ২-১ গোলে পরাজিত করে তুরস্ক এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। চোট পাওয়ায় কোচ লুইস ফন গাল কাল নেদারল্যান্ডসের ডাগ আউটে ছিলেন না।

স্ট্যান্ডে বসে তাকে ম্যাচটি উপভোগ করতে হয়েছে। কাতারের টিকিট পেতে এই ম্যাচে নেদারল্যান্ডের এক পয়েন্টই যথেষ্ট ছিল। সেখানে জয় তুলে নিয়ে তুরস্ককে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে তারা বাছাইপর্ব শেষ করল। নরওয়েকে বিদায় করে দ্বিতীয় স্থান পেয়েছে তুরস্ক। নেদারল্যান্ডের হয়ে দুই গোল দিয়েছেন টটেনহ্যামের উইঙ্গার বার্গউইন ডেডলক। বার্গউইনের অ্যাসিস্টে বার্সেলোনার ডিপে ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

এই জয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা ডাচরা আবারও ফিরল বিশ্বকাপের মঞ্চে।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ