২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ সহ অন্যত্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুন ২০২৩, বুধবার
  • / 44

আইভি আদক, হাওড়া:  আজ ২১জুন। আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে।বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে এই দিনটি। এবার মোট ১২টি জেলা থেকে এই যোগ দিবসে উপস্থিত হয়েছেন প্রায় ৩০০ মানুষ। এছাড়াও এখানকার ছাত্রছাত্রীরাও এই যোগায় অংশ নিয়েছেন। যোগ প্রদর্শনী এবং সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এদিন আয়োজন করা হয়েছে। স্বামী বিদ্যাপ্রদানন্দজি বলেন, এই জাগরণ যাতে সকলের মধ্যে ছড়িয়ে যায় এবং যোগাভ্যাসে যাতে সকলে উদ্বুদ্ধ হন তার জন্যই আমাদের এই প্রয়াস। ইউনিভার্সিটির যোগা টিচার প্রশান্ত সামন্ত এদিনের সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন। যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন।

আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ সহ অন্যত্র

আরও পড়ুন: বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাওড়ার চামরাইল দেবীর পাড়ায় চামরাইল যোগা সেন্টারে তরফ থেকে আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। বুধবার সকালে এখানে স্কুলের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা যোগ প্রদর্শনে অংশ নেয়।

আরও পড়ুন: শোকে পাথর… পালিত হল না ঈদ-উল ফিতর, নামায আদায়ের মধ্যে দিয়ে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাল কাশ্মীরের পুঞ্চ গ্রাম

আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ সহ অন্যত্র

আরও পড়ুন: রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’ উৎসব, নির্দেশ রাজ্যপালের

চামরাইল হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর পঙ্কজ কুমার নস্কর বলেন, যোগ অভ্যাসের ভূমিকা ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই এই যোগ অভ্যাসের মাধ্যমে শুধু শারীরিক বা মানসিক গঠন নয় সমাজের বিকাশেও এর ভূমিকা রয়েছে।

 



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ সহ অন্যত্র

আপডেট : ২১ জুন ২০২৩, বুধবার

আইভি আদক, হাওড়া:  আজ ২১জুন। আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে।বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে এই দিনটি। এবার মোট ১২টি জেলা থেকে এই যোগ দিবসে উপস্থিত হয়েছেন প্রায় ৩০০ মানুষ। এছাড়াও এখানকার ছাত্রছাত্রীরাও এই যোগায় অংশ নিয়েছেন। যোগ প্রদর্শনী এবং সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এদিন আয়োজন করা হয়েছে। স্বামী বিদ্যাপ্রদানন্দজি বলেন, এই জাগরণ যাতে সকলের মধ্যে ছড়িয়ে যায় এবং যোগাভ্যাসে যাতে সকলে উদ্বুদ্ধ হন তার জন্যই আমাদের এই প্রয়াস। ইউনিভার্সিটির যোগা টিচার প্রশান্ত সামন্ত এদিনের সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন। যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন।

আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ সহ অন্যত্র

আরও পড়ুন: বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাওড়ার চামরাইল দেবীর পাড়ায় চামরাইল যোগা সেন্টারে তরফ থেকে আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। বুধবার সকালে এখানে স্কুলের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা যোগ প্রদর্শনে অংশ নেয়।

আরও পড়ুন: শোকে পাথর… পালিত হল না ঈদ-উল ফিতর, নামায আদায়ের মধ্যে দিয়ে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাল কাশ্মীরের পুঞ্চ গ্রাম

আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ সহ অন্যত্র

আরও পড়ুন: রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’ উৎসব, নির্দেশ রাজ্যপালের

চামরাইল হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর পঙ্কজ কুমার নস্কর বলেন, যোগ অভ্যাসের ভূমিকা ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই এই যোগ অভ্যাসের মাধ্যমে শুধু শারীরিক বা মানসিক গঠন নয় সমাজের বিকাশেও এর ভূমিকা রয়েছে।